ইংল্যান্ড- ভারত সিরিজ

রাহানের ফর্ম নিয়ে চিন্তিত নয় ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:37 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে টেস্টে সেঞ্চুরির পর থেকে ব্যাটে রানের দেখা নেই আজিঙ্কা রাহানের। ফর্ম ভালো না থাকায় টেকনিক নিয়েও প্রশ্ন উঠছে ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের। যদিও এসব বিষয়কে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর।

মেলবোর্ন টেস্টের পর ১১ ম্যাচে ১৯.৫৭ গড়ে রাহানে করেন ৩৭২ রান। যেখানে ১৯ ইনিংসে চারবার হাফসেঞ্চুরির দেখা পেলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

যদিও চলমান ইংল্যান্ড সিরিজে রাহানের বিষয়টি একেবারেই ভাবাচ্ছে না বিক্রমকে। পেশাদার ক্রিকেটে লম্বা ক্যারিয়ারে প্রায় খারাপ সময় আসতে পারে এবং রাহানে এমন খারাপ সময়ই পার করছে বলে মনে করেন বিক্রম।

বিক্রম বলেন, ‘আমি আগেই বলেছি, আপনি যখন লম্বা সময় ধরে ক্রিকেট খেলবেন, তখন কিছু সময় থাকবে যেখানে আপনি রান পাবেন না। দল হিসেবে আমাদের উচিত রান না পাওয়া ব্যাটসম্যানদের পাশে দাড়ানো এবং যতটা সম্ভব তাদের রানে ফিরতে সাহায্য করা।’

রাহানে দ্রুতই ফর্মে ফিরবে আশাব্যক্ত করে বিক্রম আরও বলেন, ‘পূজারাকেও তার অফফর্মের সময় বেশ কিছু সুযোগ দেওয়া হয়েছে এবং সে রানে ফিরেছে। পূজারা এই সিরিজে দলের প্রয়োজনীয় মুহূর্তে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছে। তাই আমরা আশা করছি রাহানে দ্রুতই ফর্মে ফিরবে এবং ভারতের ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমার মনে হয়না এটি একটি চিন্তার বিষয়।’

এ দিকে রাহানের ব্যাটিং টেকনিক নিয়েও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। কিন্তু সিরিজ চলাকালে এসব নিয়ে ভাবতে চান না বিক্রম।

তিনি আরও বলেন, 'এই মুহূর্তে আমরা টেকনিক নিয়ে কিছুই ভাবাছি না। টেকনিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় আছে। সিরিজ বা ম্যাচের মাঝে এটা নিয়ে আমি ভাবতে চাই না। তাই যদি কোনো সমস্যা থাকে তাহলে পরে তাকে নিয়ে কাজ করা যেতে পারে।'