বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ডমিঙ্গোর ভাবনাকে ভুল প্রমাণ করেছে মিরপুরের উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:16 সোমবার, 06 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে দেয়া বাংলাদেশের ১৪১ রানের লক্ষ্য দারুণভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল কিউইরা। যদিও শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের। তৃতীয় টি-টিয়েন্টিতে রাসেল ডমিঙ্গো তাই ভেবেছিলেন দ্বিতীয় ম্যাচের মতো পরের ম্যাচেও মিরপুরের উইকেটে ধীরে ধীরে শটস খেলা সহজ হয়ে যাবে। বাংলাদেশের হেড কোচের সেই ভাবনাকে ভুল প্রমাণিত করেছে মিরপুরের উইকেট।

গত ম্যাচে সময় গড়ানোর সঙ্গে উইকেট আরও কঠিন হয়ে পড়েছিল। তা না হলে ১২৯ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে দুই ওভারের মধ্যেই ২৩ রান করা দল ৭৬ রানে গুটিয়ে যেত না, এমনটা বলছেন ডমিঙ্গো।

এ ছাড়া শুরুর দিকে মিরপুরের স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন মাত্র দুটি উইকেট। আর চরিত্র বদল করা এই উইকেটেই পরে বোলিং করে নিউজিল্যান্ডের স্পিনাররা নিয়েছেন মোট আট উইকেট। তাতেই প্রমাণিত হয় উইকেট নিয়ে করা ডমিঙ্গোর প্রত্যাশা গেল ম্যাচে পূর্ণ হয়নি।

ডমিঙ্গো বলেন, 'ভেবেছিলাম অন্যান্য রাতের মতই বল একটু স্কিড করবে। কিন্তু উইকেট তেমন ভালো হয়নি, বরং সময়ের সাথে সাথে খারাপ হয়েছে। দুই ওভারে ২০ রান ছিল, আর ১১০ রান লাগত। যেভাবে ম্যাচটা শেষ হল তা খুবই হতাশাজনক। গুরুত্বপূর্ণ সময়ে কিছু উইকেট পড়ে যাওয়াতেই আমরা পিছিয়ে পড়েছি।'

এই ম্যাচে হারায় স্বাভাবিকভাবেই হতাশ ডমিঙ্গো। তবে নিউজিল্যান্ড দলকে কৃতিত্ব দিতে ভুলে যাননি এই দক্ষিণ আফ্রিকান।

ডমিঙ্গো আরও বলেন, 'নিউজিল্যান্ড আজ দুর্দান্ত খেলেছে। এই ফরম্যাটের ব্যাপারটাই এমন। নিউজিল্যান্ডকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে। আজ তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি হতাশ, তবে টি-টোয়েন্টি খেলাটাই এমন।'