ইংল্যান্ড- ভারত সিরিজ

অসন্তোষ প্রকাশে জরিমানা গুনলেন রাহুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:27 রবিবার, 05 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওভালে টেস্টের তৃতীয় দিনে আম্পয়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ দেখানোয় ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে লোকেশ রাহুলকে। এতে ডানহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হচ্ছে।

ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৪৬ রানে ব্যাটিং করার সময় জেমস অ্যান্ডারসনের বলে খোঁচা দিয়ে আউট হন রাহুল। যদিও শুরুতে আউটটি নিয়ে সংশয় ছিল আম্পায়ারদের।

পরবর্তীতে ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো ধরার আগে অ্যান্ডারসনের বলটি রাহুলের ব্যাট ছুয়ে যায়। এরপর রাহুলকে আউটের সিদ্ধান্ত জানানো হলে, তিনি তা মেনে নিতে অসন্তোষ প্রকাশ করেন।

ম্যাচের তৃতীয় দিন শেষে দুই অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড ইলিংয়র্থ অভিযোগ করলে থার্ড আম্পায়ার মাইকেল গফ এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রড মিলে এমন সিদ্ধান্ত নেন।

এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন রাহুল। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ওভাল টেস্টে রোহিত শর্মার সেঞ্চুরিতে ১৭১ রানের লিড পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে তারা এখন পর্যন্ত করেছে তিন উইকেটে ২৭০ রান।

প্রথম ইনিংসে শার্দুল ঠাকুরের ৫৭ এবং কোহলির ৫০ রানের সুবাদে ১৯১ রান তুলেছিল ভারত। এরপর ওলি পোপ এবং ওকসের হাফ সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রান করে ইংল্যান্ড। সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে।