ইংল্যান্ড - ভারত সিরিজ

শার্দুল কখনও বুমরাহ হতে পারবে না: হোল্ডিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:55 রবিবার, 05 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এখন পর্যন্ত দুই টেস্টে ভারতের একাদশে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। তবে ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে খুব একটা সুবিধা করতে পারছেন না এই ডানহাতি পেসার।  মাইকেল হোল্ডিং মনে করছেন, জসপ্রিত বুমরাহ বা উমেশ যাদবের মতো উইকেট নেয়ার মতো বোলার নন শার্দুল।

নটিংহাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট শিকার করেছিলেন শার্দুল। কিন্তু চলমান ওভাল টেস্টের প্রথম ইনিংসে তাঁর শিকার মাত্র এক উইকেট। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে তিনি ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারেননি।

নটিংহামে তৃতীয় দিনের শুরুতে বোলিং করেন বুমরাহ ও যাদব। প্রথম ঘন্টার পর বোলিংয়ে আসেন ঠাকুর। কিন্তু তিনি তাঁর সেই স্পেলে সাবলীলভাবে খেলেছে ইংলিশ ব্যাটসম্যানরা। তাই হোল্ডিংয়ের মতে, সে বুমরাহদের মতো কার্যকরী নয়।

হোল্ডিং বলেন, ‘প্রথম ঘন্টার পর তারা কেউই চাপে রাখার মতো বোলিং করতে পারেনি। সেই সময় ঠাকুর বোলিং করেছিল কিন্তু সে বুমরাহ বা যাদবের মতো উইকেট নেয়ার মতো বোলার না। এই কন্ডিশনে তেমন কিছুই ছিল না। যা তার বোলিংয়ের জন্য কার্যকরী হবে।’

যাদব প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে তার সুইং আর বাউন্স বেশ ভুগিয়েছে জো রুটের দলকে। ম্যাচে এখনও পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। তাই তার বোলিংয়ের প্রশংসা করেছেন হোল্ডিং।

যাদবের বোলিং প্রসঙ্গে হোল্ডিং বলেন, ‘যাদব আমাকে কিছুটা বিস্মিত করেছে কারণ আমি আশা করিনি যে, সে বুমরাহর চেয়ে অধিক কার্যকরী হবে এবং আমি মনে করি সে এটা করতে পেরেছে। বুমরাহ দারুণ কিছু বল করেছে এবং তারা দুজনেই নিয়ন্ত্রিত বোলিং করতে পেরেছে।’