বিশ্ব ক্রিকেট

রশিদ গেম চেঞ্জার: পোলক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:28 শনিবার, 04 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমানে সময়ে যে কয়জন বোলার বিশ্বক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন তাদের অন্যতম একজন রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সব জায়গায় দেখা মেলে তার। বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার কিপ্টে বোলিংয়ের বেশ কদর।

সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার শন পোলক মনে করেন রশিদ একজন গেম চেঞ্জার। তার মতে আন্তুর্জাতিক টি-টোয়েন্টিতে বা ফ্র্যাঞ্চাইজি লিগে এই আফগান লেগ স্পিনারের চার ওভার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রশিদের বোলিংয়ের প্রশংসা করে পোলক বলেন, ‘রশিদ খান সত্যিই একজন গেম চেঞ্জার। সে বল হাতে দুর্দান্ত পারফর্মার এবং টি-টোয়েন্টি ম্যাচে তার চার ওভার খুবই গুরুত্বপূর্ণ। তার বোলিং দক্ষতা ও নৈপুণ্য অসাধারাণ।’

লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন এই আফগান ক্রিকেটার। দলের প্রয়োজনে শেষের দিকে দ্রুত রান তুলতে পারেন তিনি। পলকের মতে বিশ্বের যেকোনো লিগে সে পারফর্ম করার যোগ্যতা রাখে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাশাপাশি সে ব্যাট হাতেও ইনিংসের শেষের দিকে অবদান রাখতে পারে। আমার মতে, বিশ্বের যেকোনো লিগের যেকোনো ম্যাচে সে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

২০১৫ সালে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রশিদের। এরপর ৫১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে শিকার করেছেন ৯৫ উইকেট। আর সব মিলিয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭৭ টি। যেখানে তার শিকার ৩৮৪ উইকেট।