দেশের ক্রিকেট

বিশ্বকাপে তামিম না থাকায় হতাশ বাশার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:03 শনিবার, 04 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পর্যাপ্ত ম্যাচ খেলার অভাব, তরুণদের সুযোগ করে দেয়া এবং ইনজুরি সহ আরো বিভিন্ন কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের এই সেরা ওপেনারকে পরিকল্পনায় রেখেই এবারের টি-টোয়েন্টি বিশ্ব আসরের পরিকল্পনা সাজাচ্ছিলেন নির্বাচকরা।

কেননা দলের সেরা ওপেনার তিনি। একই সঙ্গে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে হলে তামিমের অভিজ্ঞতা দারুণ কাজে লাগত বাংলাদেশের। তামিম না থাকায় যে সুযোগটা আর পাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তাইতো হুট করে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তামিম নাম সরিয়ে নেয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের নির্বাচকর হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের ভীষণ দরকার ছিল বাংলাদেশের।

একই সঙ্গে তমিমের এই সিদ্ধান্ত নিয়ে চারদিক থেকে সমালোচনা করছেন অনেকেই। অনেকে আবার তামিমের বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়ার পেছনে বিভিন্ন কারণও খুঁজে বের করছেন। তাদের প্রতি বাশার আহ্বান জানিয়েছেন, তামিমের সিদ্ধান্তকে সম্মান জানাতে।

তিনি বলেন, 'অবশ্যই একটু তো হতাশ। তামিম গেলে ভালো হত, তামিমের অভিজ্ঞতাটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারতাম। বিশ্বকাপে সেটা আমাদের ভীষণ দরকার ছিল। তামিমতো নিজের ব্যাখ্যাটা দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাতে চাই।'

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগামীকাল (৫ সেপ্টেম্বর) সিরিজ নিশ্চিতের তৃতিয় ম্যাচে নামবে টাইগাররা। ইনজুরিরর কারণে এই সিরিজের দলেও খেলছেন না তামিম।