আইসিসি-বিসিবি

২ বছর পর আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:37 শনিবার, 04 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্য সুপ্রাচীন। দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে শুধু শক্তিশালী দলই নয়, নিজেদের রীতিমত পরাশক্তি হিসেবে তৈরি করে নিয়েছে তারা। এর ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে মোটা অঙ্কের লভ্যাংশও পেয়ে থাকে অজিরা।

২০২৩ সালে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার মতো সমপরিমাণ অর্থ পাওয়ার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার বিশ্বাস তিন মোড়ল নীতির বেড়াজাল ভেঙ্গে ২ বছর পরই আইসিসিতে বড় ভাগ বসাতে পারবে বিসিবি।

বিসিবি সভাপতি বলেন, 'অনেকে মনে করে বিসিবি এখন এত টাকা কই পায়, কোথা থেকে টাকা পায়, মানে কিসের টাকা এগুলো। আইসিসি যে অনুপাতে টাকা দিত সেই অনুপাতেই টাকা পাই এখনো। এটা বাড়বে সামনে। ২০২৩ থেকে আমরা অনেক বেশি টাকা পাব।'

বিসিবি যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। তাহলে এটা হবে বিসিবির সবচেয়ে বড় কূটনৈতিক সফলতা। এমনটাই মনে করেন পাপন। এ ছাড়া গত ৮ বছর আইসিসির চক্রে পড়ে যাওয়ায় আগের অনুপাতেই টাকা পেয়েছে বিসিবি। এমনতাই জানিয়েছেন পাপন।

তিনি বলেন, 'এতদিন আমাদের যে অনুপাতে টাকা দিয়ে আসছিল ওটা ঠিক না। চ্যালেঞ্জ করেছিলাম এ নিয়ে কিন্তু ওদের ৮ বছরের চক্রে পড়ে গিয়েছিলাম বলে পাইনি। ২০২৩ সাল থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে।'