ইংল্যান্ড- ভারত সিরিজ

জার্ভোকে থামাও: পোপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:56 শনিবার, 04 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজে মাঠে দুই দলের লড়াইকে ছাপিয়ে বেশ কয়েকবার আলোচনায় উঠে এসেছেন ইংল্যান্ডের প্র্যাঙ্ক তারকা এবং ইউটিউবার ড্যানিয়েল জার্ভো। লর্ডস এবং হেডিংলি টেস্টের পর দ্যা ওভালেও খেলা চলাকালীন মাঠে নেমে পড়েন তিনি।

ইতোমধ্যে যা নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। বায়োবাবল ও খেলার মাঝে তার এভাবে মাঠে প্রবেশ করায় খুবই বিরক্ত হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ওলি পোপ। জার্ভোকে থামানো হোক, প্রত্যাশা পোপের।

বিশেষত, ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর সঙ্গে জার্ভোর ধাক্কা লাগায় ক্ষেপেছেন পোপ। যদিও বেয়ারস্টোর সঙ্গে সংঘর্ষের কারণে ইতোমধ্যেই লন্ডনের কারাগারে অবস্থান করছেন জার্ভো।

দ্য ওভাল টেস্টের দ্বিতীয় দিন শেষে পোপ বলেন, 'জার্ভোকে এই সিরিজে বেশ কয়েকবার দেখা গেছে। সত্যি বলতে আমি জানি না, কিভাবে সে বারবার মাঠে ঢুঁকে পড়ছে। আমি বায়োবাবলে থাকতেই পছন্দ করি এবং কোনো কিছু আমাকে বিব্রত না করুক এমনটাই চাই। তাকে থামাও!'

দ্যা ওভালে খেলার এক পর্যায়ে ভারতের হয়ে বোলিং করতে নামতে দেখা যায় জার্ভোকে। এর আগে লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে, ভারতের জার্সি গায়ে দিয়ে ফিল্ডিং করতে নেমে পড়েন তিনি।

এরপর সিরিজের তৃতীয় ম্যাচে হেডিংলিতে, ভারতের পক্ষে ব্যাটিং করতে নেমে পড়েন জার্ভো। হেডিংলিতে অবশ্য তাকে আর্থিক জরিমানা ও মাঠ থেকে আজীবন নিষিদ্ধ করা হয়।

পোপ আরও বলেন, 'সে যতবারই মাঠে আসে পাঁচ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। আপনার এখানে চেষ্টা করা উচিত এবং তাকে থামানো উচিত। ব্যাটিং করার সময় আপনার মনোনিবেশে বিঘ্ন ঘটুক, এটা আপনি চাইবেন না। অবশ্য যতকিছুই হোক, পরের বল খেলতে আমি সবসময় মনোযোগ ধরে রাখার চেষ্টা করি।'