পাকিস্তানের ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে মিসবাহর পদে মোস্তাক-ওয়াকার!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:16 শনিবার, 04 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এ মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু আসন্ন এই সিরিজকে ঘিরে দলটির কোচ কে হবেন তা নিয়ে সংশয় দেখা গেছে। ধারণা করা হচ্ছে কিউইদের বিপক্ষে বাবর আজমদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মোস্তাক অথবা ওয়াকার ইউনুস।

বিপত্তি বাঁধে পাকিস্তানের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রধান কোচ মিসবাহ উল হক করোনা আক্রান্ত হওয়ায়। বর্তমানে তিনি জ্যামাইকায় ১০ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। এ ছাড়া তিনি অনেকদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ে বন্দী।

ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলছে, জ্যামাইকা থেকে কোয়ারেন্টাইন শেষ করে আবারো জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন কিনা মিসবাহ তা তারা নিশ্চিত নন। চাইলে পাকিস্তানের প্রধান কোচ নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রামও চাইতে পারেন।

সেক্ষেত্রে মোস্তাক এবং ইউনুসই কিউইদের বিপক্ষে সিরিজে দলের দায়িত্ব নিতে পারেন। মোস্তাক বর্তমানে পাকিস্তানের হাই পারফরম্যান্স সেন্টারে দায়িত্ব পালন করছেন। আর ওয়াকার মিসবাহর সঙ্গেই পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।

দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম 'ক্রিকেট পাকিস্তান' বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে। একই সঙ্গে তারা আরো জানিয়েছে যে, সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিসবাহ রক্ষণাত্বক মনোভাবে কিছুটা অসন্তুষ্ট বোর্ড।

যে কারণে মিসবাহর কোচিং ধরণ নিয়ে বোর্ডের বেশ কয়েকজন সদস্য বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পরামর্শও দিয়েছেন তারা।