ইংল্যান্ড - ভারত সিরিজ

গিলক্রিস্টের অর্ধেকও না পান্ত: সালমান বাট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:12 শনিবার, 04 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গত অস্ট্রেলিয়া সফরে দলের বিপর্যয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর পাল্টা আক্রমণ এবং চাপকে বুড়ো আঙুল দেখিয়ে দুঃসাহসী সব শট খেলে নায়ক বনে গিয়েছিলেন ঋষভ পান্ত। এরপর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও ছিল এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের আধিপত্য। বেশ কয়েকটি ম্যাচ জয়ী ইনিংস খেলার পর অনেকেই পান্তকে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করছিলেন।

এমনকি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেয়ার পর পান্তের ব্যাটিংয়ে মুগ্ধতার কথা জানিয়েছিলেন স্বয়ং গিলক্রিস্টও। তবে এবারের ইংল্যান্ড সফরে ব্যাট হাতে নিষ্প্রভ বাঁহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের কন্ডিশনে ব্যর্থতার পর এত দ্রুতই গিলক্রিস্টের সঙ্গে পান্তের তুলনা করতে না করেছেন সালমান বাট। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলছেন, গিলক্রিস্টের অর্ধেকও না পান্ত। 

এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে সালমান বলেন, ‘দয়া করে গিলক্রিস্টের মতো বিশ্বমানের খেলোয়াড়ের সঙ্গে ২-৩ বছর খেলা কোনো খেলোয়াড়ের তুলনা করবেন না। গিলক্রিস্ট পুরোদস্তুর ম্যাচ জয়ী ক্রিকেটার ছিলেন।‘

তিনি আরও বলেন, ‘সে তার সময়ের বিশ্বমানের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেছে। এখন মাত্র অল্প কয়েকজন বিশ্বমানের বোলার রয়েছে এবং পান্ত অল্প কয়েকটা ভালো ইনিংস খেলেছে। গিলক্রিস্ট দুর্দান্ত ছিলেন। গিলক্রিস্টের অর্ধেকও না পান্ত। গিলি সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যাটসম্যান।’

ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত চার ম্যাচের ৬ ইনিংসে মাত্র ৯৬ রান করেছেন পান্ত। যেখানে নেই কোন হাফ সেঞ্চুরি। মূলত ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে গিয়েই বারবার ইংল্যান্ডের বোলারদের ফাঁদে পড়ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টেস্টের মানসিকতা আনার সঙ্গে পান্তকে টেকনিকে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সালমান। 

তিনি বলেন, ‘পান্তকে তার বর্তমান টেকনিকে কিছু পরিবর্তন আনতে হবে এবং টেস্টের সঙ্গে মানসিকতার সমন্বয় করতে হবে। শট খেলতে যাওয়ার আগে তাকে উইকেটে থিতু হতে হবে। তার কোন প্ল্যান ‘বি’ নেই, যা ইংল্যান্ডের কন্ডিশনে খুবই প্রয়োজন।’