দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ

ছিটকে গেলেন বাভুমা, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে মহারাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:34 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে সময় ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন টেম্বা বাভুমা। সেই চোট গুরুতর হওয়ায় লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক। সিরিজের বাকি দুই ম্যাচে বাভুমার পরির্বতে প্রোটিয়াদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কেশভ মহারাজ।

এ দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ৩০১ রানের জবাবে তিনে ব্যাট করতে নেমেছিলেন বাভুমা। ২৬তম ওভারের শেষ বলে ধনঞ্জয়া ডি সিলভা বল ডিফেন্স করেছিলেন তিনি। সেই বল ধনঞ্জয়ার হাতে লেগে দিক পাল্টে চলে যায় মিড উইকেটে থাকা আভিষ্কা ফার্নান্দোর হাতে। সেই বল লুফে নিয়ে থ্রো করেন স্ট্রাইক পান্ত বরাবর। সেটি রক্ষণাত্বক ভঙ্গিতে প্রতিহত করতে গেলে গিয়ে আঘাত হানে সোজা বাভুমার আঙ্গুলে।

এরপর অস্বস্তি নিয়ে পরের দুই ওভার খেলা চালিয়ে যান বাভুমা। শেষ পর্যন্ত ২৮তম ওভারের শেষ বলে হাতের চোট নিয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। যাওয়ার আগে দ্বিতীয় উইকেটে মার্করামের সঙ্গে ১১০ বলে ১০৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। এর মধ্যে নিজে করেন ৫৩ বলে ৩৮ রান।

পরে আঙ্গুলের স্ক্যান করান বাভুমা। সেখানে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। এর ফলে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। পরে দলীয় অধিনায়কের চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করেন প্রোটিয়া ওপেনার মার্কক্রাম।

এ দিকে বাভুমার চোট পাওয়ার দিন শ্রীলঙ্কার কাছে ১৪ রানে হেরেছে প্রোটিয়ারা। মার্কক্রামের ৯৬, বাভুমার ৩৮, রাসি ভ্যান ডার ডুসেনের ৫৯ ও হেনরিচ ক্লাসেনের ৩৬ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৮৬ রান তুলতে পেরেছিল সফরকারীরা। শনিবার (৪ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।