টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে মালিক-হাফিজদের চান কামরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:05 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ শুরু হতে এক মাসের কিছু সময় বাকি। নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে স্কোয়াড ঘোষণা করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও দল না দিলেও, নিজের পছন্দের স্কোয়াড জানিয়েছেন কামরান আকমল।

১৫ জনের সেই স্কোয়াডে পাকিস্তান দলের বাইরে থাকা দুই ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকরে রেখেছেন কামরান। দলটির ওপেনার হিসেবে আছেন মোহাম্মদ রিজওয়ান আর শারজিল খান। কামরানের মতে বাবর আজম পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মূল শক্তি। তাই তাকে তিনে খেলানো উচিত।

পছন্দের একাদশ সম্পর্কে কামরান বলেন, ‘মোহাম্মদ রিজওয়ান ওপেনার হিসেবে দারুণ পারফর্ম করছে। সে দুর্দান্ত ফর্মে আছে। পাওয়ার প্লেতে সে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে এবং মিডল ওভারেও স্ট্রাইকরোটেড করে খেলতে পারে। তার পাশাপাশি শারজিল খানও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। সে এভাবে খেলতেই অভ্যাস্ত।’

তিনি আরও বলেন, ‘গত কিছুদিন যাবত বাবর আজম পাকিস্তানের ব্যাটিং লাইনআপে নেতৃত্ব দিচ্ছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। তার তিন নম্বরে ব্যাটিং করা উচিত। যেখানে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ খেলতে পারে, পাশাপাশি সে বল হাতেও অবদান রাখতে পারবে।’

কামরানের মতে মিডল অর্ডারে কেউই পারফর্ম করতে পারছেন না। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সবচেয়ে চিন্তার জায়গা হচ্ছে এই পজিশন। তার মতে মালিককে এখানে সুযোগ দেওয়া উচিত। আর আজম খানকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘পাকিস্তানের মিডল অর্ডার নড়বড়ে, এখানে শোয়েব মালিককে প্রয়োজন। আজম খানকে আরও অনেক দূর যেতে হবে। অন্যদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছ, আজমকে আরও সুযোগ দেওয়া উচিত। তাকে নিয়ে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।’

তিনি মনে করেন, আরব আমিরাতের কন্ডিশন হবে স্পিন সহায়ক। তাই বোলিং ইউনিটের ট্রাম্প কার্ড হতে পারেন শাদাব খান। তার মতে পাকিস্তানি পেসাররাও শুরুতে উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আরব আমিরাতে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে, তাই সাদাব খান গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পাকিস্তানের জন্য তার ফর্মে থাকা জরুরি। ফাহিম আশরাফ সাম্প্রতিক সময়ে ভালো খেলছে সুতরাং আমার মতে তাকেও সুযোগ দেওয়া উচিত। ইমাদ ওয়াসিমও দারুণ ক্রিকেটার, সংক্ষিপ্ত সংস্করণে সে ভালো খেলে। হাসান আলি, শাহিন আফ্রিদি এবং হারিস রওফের মতো বোলাররা দ্রুত ব্রেকথ্রু দিতে পারে।’

কামরানের পছন্দের স্কোয়াড: বাবর আজম(অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান(উইকেটকিপার), সারজিল খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আজম খান, সাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রওফ, আসিফ আলি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইমাদ ওয়াসিম।