ইংল্যান্ড-ভারত সিরিজ

দৃষ্টিকটু লাগলেও ব্যাটিং করে যেতে হবে, ভারতকে গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:11 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড সফরে গিয়ে ব্যাটিং নিয়ে বেশ বিপাকে পড়েছে ভারত। কিছুতেই যেন ইংলিশ পেসারদের গতি আর সুইয়ের সঙ্গে পেরে উঠছে না বিরাট কোহলির দল। হেডিংলি টেস্টের প্রথম ইনিংস মাত্র ৭৮ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে ২৭৮ রানে। ঐ টেস্টে ভারতও হেরেছে ইনিংস এবং ৭৬ রানে।

এরপর ওভালে টেস্টেও সুবিধাজনক অবস্থানে নেই ভারত। প্রথম দিনেও তারা গুটিয়ে গেছে ১৯১ রানে। এই রানটাও করতে পেরেছে তারা আটে নামা শার্দুল ঠাকুরের ৫৭ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে। ১২৭ রানেই হারায় তারা ৭ উইকেট, কেবল বিরাট কোহলির ৫০ ছাড়া টপ ও মিডল অর্ডারে রান পাননি আর কেউ।

বেশিরভাগ ব্যাটসম্যানই আউট হচ্ছেন স্ট্যাম্পের বাইরে বলে স্লিপে ক্যাচ দিয়ে। আর এ নিয়েই বেজায় চটেছেন সুনিল গাভাস্কার। ভারতের কিংবদন্তী এই ক্রিকেটার মনে করছেন, তার দেশের ব্যাটসম্যানরা সামনের পায়ে এতটাই দুর্বল যে মুভ করা বলগুলো থেকে কোনভাবেই ব্যাট সরিয়ে নিতে পারছেন না তারা।

গাভাস্কার বলেন, 'লক্ষ্য করে দেখুন, কোন লেন্থে বল করা হয়েছে আর ব্যাটসম্যানরা কোথায় খেলছে। সামনের পায়ে ওরা এতটাই দুর্বল যে ওদের জন্য ব্যাট সরিয়ে নেওয়া কঠিন। ওদের প্রবণতা কেবল বলকে তাড়া করার দিকে। স্রেফ একটু পেছনের পায়ে থাকলেও কিছু সেকেন্ড সময় পাওয়া যায়, যেখানে কবজিটা সরিয়ে নিয়ে বল ছেড়ে দেওয়া যায়।'

ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং ধরণ নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাস্কার। দৃষ্টিনন্দন ব্যাটিং করতে গিয়ে তারা নিজেদেরই বিপদ ডেকে আনছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে চেতেশ্বর পূজারাকেও সাবধান করে দিয়েছেন, সামনের পায়ে ঝুঁকে না থেকে বল বুঝে খেলতে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'মোট কথা দেখতে দৃষ্টিকটু লাগলেও ব্যাটিং করে যেতে হবে। খেলার সময় দেখতে ইডিয়টের মতো লাগছে নাকি দারুণ, স্কোরবোর্ডে সেসব লেখা থাকে না, লেখা থাকে রানসংখ্যা। (চেতেশ্বর) পূজারা যেভাবে বল তাড়া করছে, সেভাবে করতে থাকলে বা সামনের পায়ে ঝুঁকে থাকলে বিপদে পড়তেই হবে।'