ইংল্যান্ড-ভারত সিরিজ

ব্যাটিং করা আমার জন্য চ্যালেঞ্জিং: শার্দুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:16 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং ব্যার্থতার দিনে নিজের ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শার্দুল ঠাকুর। তার ৩৫ বলের ৫৭ রানের ইনিংস ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্রুততম। যদিও তিনি মনে করেন, ব্যাট হাতে পারফর্ম করা তার জন্য চ্যালেঞ্জিং।

লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দুই বার হাফ সেঞ্চুরি করেছেন শার্দুল। তার এই ইনিংসগুলো দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ। তার মতে ব্যাটিংয়ে অবদান রাখা চ্যালেঞ্জের কিন্তু সুযোগ পেলে চেষ্টা করেন দলের জয়ে ভূমিকা রাখতে।

নিজের ব্যাটিং প্রসঙ্গে শার্দুল বলেন, ‘ব্যাটিং করা আমার জন্য চ্যালেঞ্জিং। যখনই ব্যাটিং করি, এমন কিছু করার চেষ্টা করি যাতে দলের জয়ে ভূমিকা রাখতে পারি।’

তিনি আরও বলেন, ‘অপনি বোলার বা ব্যাটসম্যান যাই হয়ে থাকেন আপনাকে দায়িত্ব নিয়েই খেলতে হবে। আপনি যখন ভারতের হয়ে খেলবেন, সুযোগ পেলে আপনার কাধে দায়িত্ব তুলে নিতে হবে।’

ওভালে দারুণ ব্যাটিং করা শার্দুল জানিয়েছেন তার ব্যাটিং সাফল্যের রহস্য। তার মতে ইংল্যান্ডের কন্ডিশনে বল অতিরিক্ত সুইং করে যার ফলে সোজা ব্যাটে খেলা উচিত এবং এভাবে খেলতে পারলে এই কন্ডিশনেও রান করা সম্ভব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি ইংলিশ কন্ডিশনে যত বেশি সোজা ব্যাটে খেলবেন, তত বেশি রান করতে পারবেন। বল অতিরিক্ত সুইং করে তাই সোজা ব্যাটে খেলাই উত্তম। আমার কোচ আমাকে বলেছে সোজা ব্যাটে খেলতে এবং যতটা সম্ভব শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে রান তুলে নিতে।’