ইংল্যান্ড- ভারত সিরিজ

ওভালে প্রথম দিন পেসারদের দখলে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:14 শুক্রবার, 03 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওভাল টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস এবং ওলি রবিনসনের দাপটে ১৯১ রানে অলআউট হয়েছে ভারত। প্রথম দিন শেষে তিন উইকেটে ৫৩ রান সংগ্রহ করেছে জো রুটের দল। দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে আছে ১৩৮ রানে। দুই দলের ১৩ উইকেটের সবক'টি নিয়েছেন পেসাররা!

টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত শুরু থেকেই ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে। ওকসের বলে ব্যক্তিগত ১১ রানে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা।

স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগে বিদায় নিতে হয় আরেক ওপেনার লোকেশ রাহুলকেও। রবিনসনের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি।

ভারতের ব্যাটিং লাইনআপের আস্থার প্রতীক চেতেশ্বর পূজারাও (৪) বিদায় নেন দ্রুত। এ দিন পাঁচ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পান রবীন্দ্র জাদেজা। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনিও। ব্যক্তিগত দশ রানে ফিরে যান ওকসের বলে।

এরপর বিরাট কোহলির সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন অজিঙ্কা রাহানে। হাফ সেঞ্চুরি পূর্ণ করে বিদায় নেন ভারতের অধিনায়ক। শেষদিকে শার্দূল ঠাকুরের ব্যাটে আসে ৩৬ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রান।

ফলে দুই শ'র কাছাকাছি রান তুলতে সমর্থ হয় ভারত। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ওকস চারটি এবং রবিনসন তিনটি উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের দাপটে পড়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও। দুই ওপেনার ররি বার্নস (৫) ও হাসিব হামিদকে (০) প্যাভিলিয়নের পথ দেখান জাসপ্রিত বুমরাহ।

অধিনায়ক জো রুটকে (২১) ফেরান উমেশ যাদব। ইংল্যান্ডের হয়ে উইকেট পাহারায় আছেন ডেভিড মালান (২৬*) ও নাইটওয়াচম্যান ক্রেইগ ওভারটন (১*)।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ১৯১/১০ (৬১.৩ ওভার)
(শার্দূল ৫৭, কোহলি ৫০; ওকস ৪/ ৫৫, রবিনসন ৩/৩৮)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৩/৩ (১৭ ওভার)
(মালান ২৬*, রুট ২১; বুমরাহ ২/১৫)