ইংল্যান্ড - ভারত সিরিজ

শচীন-পন্টিংকে ছাড়িয়ে ২৩ হাজারে দ্রুততম কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:34 বৃহস্পতিবার, 02 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলি। সর্বশেষ ৫২ ইনিংসে সেঞ্চুরি না পেলেও হাফ সেঞ্চুরি পাচ্ছেন প্রায় নিয়মিতই। ওভালে হাফ সেঞ্চুরি করলেও সেটি শতকে রূপ দিতে পারেননি। সেঞ্চুরির খরা কাটাতে না পারলেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন সময়ের অন্যতম এই ব্যাটসম্যান। 

সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে এসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই অধিনায়ক। ইনিংসের হিসেবে যা সবচেয়ে দ্রুততম। ৪৯০ ইনিংস খেলেই এমন কীর্তি গড়েছেন কোহলি।

তাতে ইনিংসের হিসেবে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংকে।  ২৩ হাজারের রানের ক্লাবে প্রবেশ করতে শচীন ৫২২ ইনিংস ও পন্টিং ৫৪৪ ইনিংস খেলেছিলেন। 

এখনও পর্যন্ত মাত্র সাতজন ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের কীর্তি গড়েছেন। যেখানে এই দুই ভারতীয় ব্যাটসম্যান ছাড়াও আছেন পন্টিং, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড় এবং মাহেলা জয়াবর্ধনে।

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে টস হেরে ব্যাট করতে নামে ভারত। শুরুতেই ২৮ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছিল দল। এমন সময় উইকেটে এসে ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নেন কোহলি। এই ইনিংস খেলার পথেই এমন কীর্তি গড়েন তিনি।

কোহলির এমন কীর্তিতে তাকে অভিনন্দন জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে টুইট করে তাঁকে স্বাগতম জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) বেঙ্গালুরুর হয়ে অধিনায়কত্ব করেন কোহলি।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন ১১৬টি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তিনি আছেন সাত নম্বরে।