আফগানিস্তান ক্রিকেট

অস্ট্রেলিয়া ও ভারত সফরের অনুমতি পেল আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:01 বৃহস্পতিবার, 02 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের নভেম্বরে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে আফগানিস্তান। সেই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরের জন্য আফগান ক্রিকেটারদের অনুমতি দিয়েছে তালেবানরা।

ইন্ডিয়ান একপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। সেই সঙ্গে আগামী বছর টেস্ট সিরিজ খেলতে ভারত সফরের অনুমতি পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সিনওয়ারি বলেন, ‘তালেবান সরকার ক্রিকেট সমর্থন করেছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের সব খেলা অনুষ্ঠিত হবে। তালেবান সাংস্কৃতিক কমিশনের মুখপাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানিয়েছে তালেবান অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ও আগামী বছরের প্রথম ভাগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সমর্থন জানাবে।’

এ দিকে বাংলাদেশের যুবাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল। চলতি মাসের শেষ দিকে আফগান যুবারা বাংলাদেশ সফর করবে বলেও নিশ্চিত করেছেন সিনওয়ারি।

সম্প্রতি আফগানিস্তান ক্ষমতা দখলের পর শঙ্কায় পড়েছিল আফগানিস্তানের ক্রিকেট। যদিও তালেবানরা জানিয়েছিল, দেশের ক্রিকেটকে সমর্থনের পাশাপাশি এর অগ্রগতির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে তারা।

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ নভেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে মাঠে গড়াবে দু দলের মধ্যকার ম্যাচটি।