ইংল্যান্ড-ভারত সিরিজ

ভারতের একাদশ দেখে অবাক ভন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:06 বৃহস্পতিবার, 02 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ভারতের একাদশে রাখা হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। বোলিং ইউনিটে চার পেসারের সঙ্গে দলে আছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ভারতের এমন একাদশ দেখে অবাক হয়েছেন মাইকেল ভন।

অফ স্পিনের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী অশ্বিন। আর সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স একাদশে খেলার জোর দাবি রাখে। তাই হেডিংলি টেস্টে ব্যাটিং ব্যার্থতার পর ধারণা করা হচ্ছিল ওভাল টেস্টে ভারতের একাদশে থাকবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভন লিখেছেন, ভারতীয় একাদশ দেখে তিনি অবাক হয়েছেন। অশ্বিনকে একাদশে না রাখার সিদ্ধান্ত ভনের কাছে পাগলামির মতো। এটাকে বাজে সিদ্ধান্তও বলছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।

তিনি টুইটারে লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে অশ্বিনকে একদশে না রাখা হল সব থেকে বাজে সিদ্ধান্ত যার সাক্ষী থাকছি আমরা। তার ৪১৩ টেস্ট উইকেট এবং টেস্টে ৫টা সেঞ্চুরি।’

একাদশে জাদেজাকে খেলানোর কারণ জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, ইংলিশ ব্যাটিং লাইনাপে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্যতা থাকায় বেশ কার্যকরী হবে জাদেজার ডানহাতি অফ স্পিন।

টসের পর কোহলি বলেন, ‘ইংল্যান্ডের চার জন বাঁহাতি ব্যাটসম্যান তাই এই উইকেটে আমাদের পেসারদের সঙ্গে জাদেজা ভালো কিছু করবে।’