বাংলাদেশ ক্রিকেট

১৬ সেপ্টেম্বর মাঠে ফিরছেন মুমিনুল-আকবররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:46 বৃহস্পতিবার, 02 সেপ্টেম্বর, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিজেদের মধ্যে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল হাই পারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু ‘এ’ দলের ক্রিকেটার আবু জায়েদ রাহি করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছিল ম্যাচগুলো। 

রাহি করোনা নেগেটিভ হওয়ায় আবারও মাঠে গড়াচ্ছে সিরিজটি। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ম্যাচগুলো মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘এইচপি ইতোমধ্যে চট্রগ্রামে অনুশীলন করছে। যারা ওয়ানডে এবং টেস্ট খেলে তাদের নিয়ে আমরা ‘এ’ টিম বানিয়েছি এবং সেটা হবে চট্রগ্রামে। খুব সম্ভবত ১৬ তারিখ থেকে ২টা  চার দিনের এবং ৩টা ওয়ানডে ম্যাচ খেলবে।’

গত আগস্ট থেকে চট্টগ্রাম জহুর আহমের চৌধুরী স্টেডিয়ামে সাত সপ্তাহের জন্য ক্যাম্প শুরু করেছিল এইচপি দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন এই দলটিতে। সেখানে জৈব সুরক্ষা বলয়ে সেখানে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন তারা।

সেবার উভয় দলের সব ক্রিকেটারের দুই দফা করোনা পরীক্ষা করিয়েছিল বিসিবি। তাতে দুই পরীক্ষাতেই পজিটিভ হন রাহি। এ ছাড়া ‘এ’ দলের আরো দুই ক্রিকেটার নাঈম হাসান এবং নাজমুল হোসেনের প্রথম দফার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এলেও দ্বিতীয় দফায় নেগেটিভ আসে।

মূলত জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এইচপি দল গড়ে ক্রিকেটারদের পরিচর্যা করছে বিসিবি। অন্যদিকে বর্তমানে কোন টেস্ট না থাকায় ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুমিনুল হক, সাদমান ইসলাম এবং সাইফ হাসানের মতো সাদা পোশাকের ক্রিকেটাররা।