ইংল্যান্ড- ভারত সিরিজ

কোহলির মাহাত্ম বোঝাতেই অ্যান্ডারসনের বুনো উদযাপন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:09 বৃহস্পতিবার, 02 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সাধারণত উইকেট পেলে ততটা উল্লাস করতে দেখা যায় না জেমস অ্যান্ডারসনকে। কিন্তু কয়েকদিন আগে হেডিংলি টেস্টে বিরাট কোহলিকে আউট করে বুনো উদযাপনে মেতে উঠেছিলেন ইংলিশ এই পেসার। ওভাল টেস্ট শুরুর আগে জানা গেল, দলের উইকেট উদযাপনে কোহলির আগ্রাসনই অনুপ্রাণিত করেছে অ্যান্ডারসনকে!

টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্যাটে-বলে লড়াই চলে আসছে কোহলি-অ্যান্ডারসনের মাঝে। অ্যান্ডারসনের বিপক্ষে রান তুললেও বেশ কয়েকবার আউট হয়েছেন কোহলি। শুধুমাত্র টেস্ট সংস্করণে ভারতের অধিনায়ককে সাত বার আউট করেছেন অ্যান্ডারসন! সব সংস্করণ মিলিয়ে কোহলিকে ডাগ আউটে ফিরিয়েছেন দশ বার।

এতবার কোহলিকে ফেরালেও তার উইকেটটি অ্যান্ডারসনের জন্য বাড়তি কিছু! ভারতের বোলাররা উইকেট পেলে কোহলি যেমন আগ্রাসি থাকেন, সেটাও বাড়তিভাবে অনুপ্রাণিত করেছে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসারকে।

অ্যান্ডারসন বলেন, 'লিডসে প্রথম ইনিংসে কোহলিকে যখন আমি আউট করি, তখন খুব আবেগি হয়ে যাই। ট্রেন্ট ব্রিজেও এমনটা হয়েছিল। সে অসাধারণ একজন ক্রিকেটার এবং তাদের অধিনায়ক, তাই তাকে আউট করতে পারাটা বাড়তি কিছু। তার দল উইকেট নিলে সে খুব খুশি হয়, তাই আমিও দেখাতে চেয়েছি, তাকে আউট করাটা আমাদের জন্য কতোটা আনন্দের।'

ব্যাটিংয়ে লম্বা সময় ধরে সেঞ্চুরি পান না কোহলি। টানা ৫১ ইনিংসে সেঞ্চুরি পাননি ভারতের অধিনায়ক। হেডিংলিতে ইংলিশ অধিনায়ক জো রুট চেয়েছিলেন কোহলি যেন শুরু থেকেই আগ্রাসি খেলতে থাকেন। যেন সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে ফেরাতে পারে ইংল্যান্ডের বোলাররা। অ্যান্ডারসনসহ দলের অন্যান্য বোলারকে এমনটা বলেছিলেন রুট। যদিও অ্যান্ডারসনের মাথায় ছিল ভিন্ন পরিকল্পনা।

অ্যান্ডারসন আরও বলেন, 'বিরাটকে করা আমার প্রথম ১২ বলে সে দশ রান করেছিল। রুট আমাকে বলেছিল, কোহলিকে যেন আরও মেরে খেলার সুযোগ দেই। আমি চিন্তা করছিলাম। আমি আসলে তাকে মেরে খেলার সুযোগ দিতে চাচ্ছিলাম না।'