Connect with us

পাকিস্তান - নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দলে ৪ নতুন মুখ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ ১৮ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

যেখানে প্রথমবারের মতো পাকিস্তানের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নতুন চার ক্রিকেটার। মোহাম্মদ হারিসের সঙ্গে স্কোয়াডে রয়েছেন শাহনেওয়াজ দাহানি, জাহিদ মেহমুদ ও মোহাম্মদ ওয়াসিম। সেই সঙ্গে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ।

এদিকে গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও এই দফায় কপাল পুড়েছে হ্যারিস সোহেল, সালমান আলী, সরফরাজ আহমেদ ও শোয়েব মাকসুদ। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁদের।

চলতি বছরে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি দিয়ে সবাইকে চমক দেখিয়েছেন শাহনেওয়াজ। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২০ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ডানহাতি এই পেসার। এমন পারফর্মের পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা না পেলেও রয়েছেন নিউজিল্যান্ড সিরিজে।

পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে লিগে ভালো পারফর্ম করেছেন জাহিদ। আসরটিতে ২৪.৮৯ গড়ে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। তাতে ওয়ানডেতে দলে জায়গা পেয়েছেন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই লেগ স্পিনার।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন ওয়াসিম। ক্যারিবীয়দের বিপক্ষে ভালো করায় ওয়ানডেতে ডাক পেলেন তিনি। বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে রয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে কিউইরা। এরপর সেখানে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পাকিস্তানের ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, সাদ শাকিল, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মাহমুদ।

সর্বশেষ

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

অস্ট্রেলিয়া বিশ্বকাপে চারে ব্যাটিং করবেন সাকিব!

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ত্রিদেশীয় সিরিজে কিউই দলে যুক্ত হলেন টিকনার

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ইংল্যান্ড সিরিজে ফিরছেন স্টইনিস

৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২২

ছোটবেলা থেকেই জয়াসুরিয়ার মতো হতে চেয়েছি: আতাপাত্তু

৫ অক্টোবর, বুধবার, ২০২২

দলীয় একতায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ইসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ছেন রয়

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ডাক্তার বা আর্মি হতে না পারার আক্ষেপ থেকেই লেগ স্পিনার তুবা

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ফিঞ্চের হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে পৌঁছাতে দেরি সাকিবের

আর্কাইভ

বিজ্ঞাপন