টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের অনুপ্রেরণা ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:29 বুধবার, 01 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। জয়ের এই ধারাবাহিকতাটাআকেই বিশ্বকাপের আগে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের দাবি, টানা জয় বড় মঞ্চে দলের আত্মবিশ্বাস বাড়ানোর সঙ্গে ভালো করতেও সহায়তা করবে। যেমনটা হয়েছিল ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অংশ নেয়ার আগে টানা জয় পেয়েছিল বাংলাদেশ।

২০০৬ সালের আগস্ট থেকে বিশ্বকাপ পর্যন্ত ২০ ম্যাচের ১৭টিতে জিতেছিল হাবিবুল বাশারের দল। সেই ছন্দ ধরে রেখেই সেবার বিশ্বকাপের শেষ আটে খেলেছিল সাকিব-মুশফিকরা।

১৪ বছর পর এবারও বিশ্বকাপের আগে তেমনই ছন্দে আছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিব বলেন,সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জয় পেয়েছি। বিশ্বকাপে যাওয়ার আগে এটা আমাদের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন ভালো করেছি তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা।'

'সেটা ওয়ানডেতে। ওইটা আমাদেরকে সহায়তা করেছিল ২০০৭ এর বিশ্বকাপে ভালো করতে। আমার মনে হয় এই জয়গুলো দলের আত্মবিশ্বাস ভালো অবস্থাতে নিয়ে যাবে। যেখানে আমরা বিশ্বকাপে গিয়ে ভালো করতে পারে' আরও যোগ করেন তিনি।

বুধবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা সফরকারীদের মাত্র ৬০ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। ৪ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেয়া সহ ২৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।