বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

বোলারদের ‍ক্ষুধা ও নিয়ন্ত্রণে খুশি মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:12 বুধবার, 01 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জয়ের জন্য ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। কিউইদের প্রথমবারের মতো হারানোর দিনে বোলারদের পারফরম্যান্সে খুশি মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। মাত্র ৯ রানেই নিউজিল্যান্ডের প্রথম ৪ উইকেট তুলে নেন নাসুম আহমেদ, সাকিব ও শেখ মেহেদি। স্পিনারদের মতো দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজ। 

তাঁরা দুজনের মিলে তুলে নিয়েছেন ৫ উইকেট। যেখানে মুস্তাফিজের তিনটি এবং সাইফউদ্দিন নিয়েছেন দুটি উইকেট। বোলারদের উইকেট পাওয়ার ক্ষুধা দেখে খুশি মাহমুদউল্লাহ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই জয় পেয়েছে তাঁরা। 

ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি উইকেটের প্রতি বোলারদের ক্ষুধা এবং নিয়ন্ত্রিত বোলিং আমাদের ম্যাচ জয়ের আসল কারণ। তারা খুব বেশি কিছু চেষ্টা করেনি। তারা কন্ডিশনটা ব্যবহার করেছে এবং ভালো বোলিং করেছে।’

আগে ব্যাট করার পরিকল্পনা থাকলেও টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং নেয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফিল্ডিং করতে নামার আগে দ্রুত উইকেট তুলে নিয়ে তাদের ওপর চাপ তৈরি করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। উইকেটের আচরণ নিয়ে তিনি জানিয়েছেন, এটা তাঁদের হাতে নেই।  

তিনি বলেন, ‘আমি আগে ব্যাট করতে চেয়েছিলাম। আমরা দ্রুত উইকেট তুলে নিয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করতে চেয়েছিলাম। এটা (টস) আমাদের হাতে নেই। আমরা যাই করি না কেন আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা করা প্রয়োজন।’