ইংল্যান্ড ক্রিকেট

স্টোকসের পরিবারের কাছে ক্ষমা চাইলো ব্রিটিশ পত্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:14 বুধবার, 01 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালে বেন স্টোকসের পরিবারকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। প্রথম পাতায় ছাপানো সেই সংবাদকে ভিত্তিহীন ও আপত্তিজনক মন্তব্য করে পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন স্টোকসের মা দেবরাহ স্টোকস।

যদিও মামলাটি আদালতে গড়ানোর আগেই ক্ষমা চেয়েছেন পত্রিকা কতৃপক্ষ। সেই সঙ্গে স্টোকসের মাকে মামলাবাবদ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে দ্য সান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তাঁরা।

দ্য সানের সেই সংবাদটি ছিল মূলত স্টোকসের মাকে নিয়ে। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর ‘যে ট্রাজেডি স্টোকসের পরিবারকে তাড়া করে বেড়ায়’ শিরোনামে সংবাদটি প্রকাশ করে ইংলিশ পত্রিকাটি। যেখানে বলা হয় ১৯৮৮ সালে দেবরাহ স্টোকসের সঙ্গে নিউজিল্যান্ডে এক ভয়ংকর ঘটনা ঘটেছিল।

সংবাদটি প্রকাশের পরপরই নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন স্টোকস। সেই সময় পত্রিকাটির সাংবাদিকতার ধরণ নিয়েও প্রশ্ন তুলেন এই ইংলিশ অলরাউন্ডার। তিনি বলেছিলেন, ‘সংবাদটি নিদারুণ বিরক্তিকর এবং খুবই নিম্নমানের সাংবাদিকতা।’

যদিও পত্রিকাটি তখন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছিল। তাঁদের ভাষ্য ছিল, খোদ স্টোকসের পরিবারের একজন সদস্যের অন রেকর্ড বক্তব্যের ভিত্তিতে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে দুই বছর পর এসে নিজেদের অবস্থান থেকে সরে দাড়িয়েছে তাঁরা।

ক্ষমা চেয়ে পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, ‘২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর আমরা ‘যে ট্রাজেডি স্টোকসের পরিবারকে তাড়া করে বেড়ায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিলাম। যেখানে বলা হয়েছিল ১৯৮৮ সালে বেন স্টোকসের মা দেবরাহ স্টোকসের সঙ্গে নিউজিল্যান্ডে একটি ভয়ংকর ঘটনা ঘটেছিল। এই সংবাদটি স্টোকস পরিবারকে মারাত্মকভাবে আঘাত করেছিল। বিশেষ করে দেবরাহ স্টোকসকে।’

তাঁরা আরও বলে, ‘আমাদের এটি প্রকাশ করা উচিত হয়নি। আমরা দেবরাহ ও বেন স্টোকসের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিতে রাজি এবং তাদের আইনি লড়াই বাবদ খরচ দিতেও আমরা রাজি।’

সংবাদ প্রকাশের দীর্ঘ দুই বছর পর নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও এটাকে ভালোভাবে নিতে পারছেন না দেবরাহ। তাঁর মতে, এই সংবাদ প্রকাশের ফলে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তা ক্ষমার অযোগ্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ব্যক্তিগত ও দুঃখজনক ঘটনা প্রকাশ করে লাভ করাই ছিল তাদের উদ্দেশ্য। এই সংবাদ প্রকাশের ফলে আমাদের পরিবারে যে ক্ষতি হয়েছে তা আমরা কখনোই ক্ষমা করতে পারব না।’

স্টোকসের মা আরও বলেন, ‘দ্য সানের এই বিবৃতি দেখে বেন ও আমি খুব বেশি খুশি হইনি। আশা করছি, আমরা এমন ব্যবস্থা নেওয়ায় তারা বুঝবে এবং অন্য কোনো পরিবারের সঙ্গে একই কাজ করবে না।’