ইংল্যান্ড - ভারত সিরিজ

এখনই বাটলারের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন না রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:03 বুধবার, 01 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্টের একাদশে থাকলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জস বাটলার। এদিকে  সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

এদিকে চলতি বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজে খেলা নিয়েও শঙ্কা রয়েছে তাঁর। তাতে অনেকেই বাটলারের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন। তবে জো রুটের বিশ্বাস এখানেই বাটলারের টেস্ট ক্যারিয়ারের শেষ নয়। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জানান, বাটলার টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন।

এ প্রসঙ্গে রুট বলেন, ‘আমি এখনই জসের (বাটলার) টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছি না। সে টেস্ট ক্রিকেটে পারফর্ম করতে সেরাটা দিচ্ছে। আমি মনে করি সে টেস্ট ক্রিকেট ভালোবাসে এবং সে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আমি যতদূর জানি এই সপ্তাহ তার জীবনে অন্যতম স্বরণীয় সময়। সে পুনরায় ক্রিকেটে ফিরলে সেটা দলের জন্য মঙ্গলজনক।’

শীঘ্রই দ্বিতীয় ছেলে সন্তানের বাবা হতে যাচ্ছেন বাটলার। এই গুরুত্বপূর্ণ সময়ে তার স্ত্রীর পাশে থাকতেই ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাটলারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তান জন্ম হওয়ার সময়টা সত্যিই বিশেষ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকে সম্মান করি। আমাদের কথা হয়েছে এবং আশা করছি সবকিছু ভালোভাবে চলছে। এটা তার জন্য খুবই রোমাঞ্চকর সময়।’

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সংযুক্ত আরব আমিরাত পর্বেও খেলা হচ্ছে না তাঁর। নিজেকে সরিয়ে নেয়ায় তাঁর বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।