পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

পাকিস্তান সফরের জন্য সবুজ সংকেত পেলো নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:59 মঙ্গলবার, 31 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ সফরে এলেও পাকিস্তান সফর নিয়ে শঙ্কা ছিল নিউজিল্যান্ডের। তবে সেই শঙ্কা কেটে গেছে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সবুজ সংকেতের পর। এর ফলে পাকিস্তানের মাটিতে দুটি সীমিত ওভারের সিরিজ খেলতে কিউইদের আর কোনো বাধা থাকছে না।

নিরাপত্তাজনীত কারণে প্রথমে পাকিস্তান সফর নিয়ে শুরুতে ধোঁয়াশায় ছিল নিউজিল্যান্ড দল। তবে পর্যবেক্ষণের পর দেশটিতে সফরের জন্য সবুজ সংকেত দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের স্বতন্ত্র নিরাপত্তা পরামর্শক রেগ ডিকসন।

এর ফলে ২০০৩ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে নিউজিল্যান্ডের। বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দলে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ক্রিকেটার।

বাংলাদেশ সফরে না থাকলেও পাকিস্তানের সিরিজ কিউইদের সঙ্গে থাকছেন বিশ্বকাপ দলের মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, টড অ্যাস্টল ও ইন্দারবির সিং সোধি। আগামী ১০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলবে কিউইরা।

এরপর বাংলাদেশ মিশন শেষ করে পরদিন ১১ অক্টোরব পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে তারা। দেশটিতে পৌঁছে কোয়ারেন্টাইন জটিলতা শেষ করে ১৭ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা।

আগামী ১৯ ও ২১ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ওয়ানডে। পরে ২৫ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে তারা।