শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ

করোনায় আক্রান্ত লঙ্কান ফিজিও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:52 মঙ্গলবার, 31 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা দলের ফিজিও ব্রেট হারোপ। এর ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে পাচ্ছে না লঙ্কানরা।

শ্রীলঙ্কার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন হারোপ এর ফলে টিম হোটেলেও তিনি যোগ দেননি।

দ্য আইল্যান্ডকে লঙ্কান ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলেছে, 'সে আমাদের সঙ্গে বাবলে যোগ দেয়নি এবং সে আমাদের স্কোয়াডের সঙ্গেও ছিল না। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে সে। আশা করছি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগেই সে সুস্থ হয়ে যাবে।

হারোপ না থাকায় লঙ্কান দলের ভারপ্রাপ্ত ফিজিও হিসেবে দায়িত্ব পালন করবেন আজান্থা ওয়াটেগামা। যদিও তাকে সাহায্য করবেন লঙ্কান দলের চিকিৎসক ডাঃ কেএপি কিরেলা। 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি শ্রীলঙ্কা দলের সঙ্গে ছিলেন। শ্রীলঙ্কা দলের সঙ্গে টিম হোটেলে রয়েছেন প্রধান নির্বাচক প্রমদয়া উইকরামাসিংহে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সোমবার বিরতি ছিল লঙ্কান দলের। মঙ্গলবার সকালে টিম হোটেলেই শ্রীলঙ্কা দলের ফটোশুটের কথা রয়েছে।