ইংল্যান্ড - ভারত সিরিজ

ভারতের অস্ট্রেলিয়া বধের গল্প শুনিয়ে ইংল্যান্ডকে সতর্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:06 মঙ্গলবার, 31 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হওয়ার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ভারত। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ৭৮ রানে অল আউট হয় তাঁরা। তবে এমন পরিস্থিতি থেকে ভারতের বেড়িয়ে আসার যে সামর্থ্য আছে সেটা বেশ ভালোে করেই জানেন নাসের হুসেন। যে কারণে ভারতের অস্ট্রেলিয়া বধের গল্প শুনিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন তিনি।

সম্প্রতি দ্য টেলিগ্রাফে লেখা একটি কলামে ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নিয়ে বেশ প্রশংসা করেছেন নাসের। ভারতের লড়াই করার মতো উদ্যমী চরিত্র আছে বলে কলামটিতে উল্লেখ করেন তিনি। ভারতের এই ঘুরে দাঁড়ানোর শক্তির কেদ্রবিন্দ্রুতে থাকা অধিনায়ক বিরাট কোহলি বন্দনাতেও মেতে ওঠেন সাবেক এই ক্রিকেটার।

নাসের লিখেছেন, ‘মনে রাখতে হবে গেল বছর তারা অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে অলআউট হয়েছিল। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছিল। সেই সঙ্গে এরপর কোহলি দেশে ফিরে গিয়েছিল। ভারতের অনেক শক্তিশালী চরিত্র আছে লড়াই করার জন্য। সেটির কেন্দ্র তাদের অধিনায়ক। যদিও কোহলিকে ২০১৮ সালে ইংলিশ কন্ডিশন এবং ইংল্যান্ডের আক্রমণের বিপরীতে ২০১৪ সালের আমেজেই দেখাচ্ছে।’

হেডিংলি টেস্টে ইংলিশদের মতো ভারতের পেসাররা সুইং করাতে না পারায় তারা পিছিয়ে গেছে বলে মনে করেন নাসের। সিরিজের চতুর্থ টেস্টে আগে ইংলিশদের নিজেদের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিলেন তিনি। তাহলে আক্রমণাত্বক মনোভাব নিয়ে ভারতের মোকাবেলা করতে পারবেন রুটরা।

নাসের লিখেছেন, ‘হেডিংলিতে ইংল্যান্ডের পেসাররা দুই দিকেই সুইং করিয়েছিল। ভারতের দক্ষ পেস বোলাররা তেমনভাবে সুইং করাতে পারেনি। কিন্তু ইংল্যান্ডকে এখন একটি শেষ কাজ করতে হবে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘তাদের মনে করতে হবে ভারতের সঙ্গে বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনে চতুর্থ টেস্ট এবং ওল্ড ট্র্যাফোর্ডের মাটিতে শেষ ম্যাচের আগে তারা কঠোর পরিশ্রম করেছে। যা তাদের আক্রমণাত্বক হওয়ার জন্য উপযুক্ত হবে।’