ভারত-ইংল্যান্ড সিরিজ

রাহুলকে মিডল অর্ডারে দেখতে চান সালমান বাট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:47 সোমবার, 30 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডস টেস্টে জিতলেও হেডিংলিতে ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। এই টেস্টের দুই ইনিংসেই ভারতের মিডল-অর্ডারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মূলত এই বিষয়টিই ভারতের চিন্তার কারণ হিসেবে দেখছেন সালমান বাট।

ওপেনিংয়ে লোকেশ রাহুলকে না খেলিয়ে তাকে মিডল-অর্ডারে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পুরো সময় ভারতের সঙ্গে নেই শুভমান গিল। যে কারণে সিরিজের সবগুলো টেস্টেই ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে রাহুলকে খেলিয়েছে ভারত।

ওপেনিংয়ে রাহুল তুলনামূলক ভালো করলেও ব্যার্থ ছিলেন মিডল-অর্ডার ব্যাটসম্যানরা। চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেরা রান পেলেও সেটা সামঞ্জস্যপূর্ণ ছিল না। ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভারত-ইংল্যান্ডের হেডিংলি টেস্টের ম্যাচ বিশ্লেষণ করছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান।

এ সময় এক ভক্ত দাবি করেন, চোট কাটিয়ে গিল ফিরলে তাকে মিডল-অর্ডারে খেলানো উচিত হবে ভারতের। তবে সেই ভক্তের সঙ্গে একমত হতে পারেননি সালমান। গিল ওপেনিংয়ে ভালো পারফর্ম করায় তাকে নিচে খেলানো উচিত হবে না বলে মনে করেন তিনি।

সালমান বলেছেন, 'গিলের ওপেনিংয়ে ব্যাট করাই উচিত হবে। ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করার পর লোকেশ রাহুল মিডল-অর্ডারে নামতে পারে। যদি সে প্রথমে সে নতুন বল ভালোভাবে খেলতে পারে এরপর সে কিছুটা পুরনো বলেও ভালো খেলবে। তাকে সব সময় একজন মিডল অর্ডার খেলোয়াড় হিসেবে দেখা হতো। সে ওপেনিংয়ে এসেছিল কারণ মায়াঙ্ক কনকাশনে ছিল।’

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেকোনো জায়গায় মানিয়ে নিয়ে খেলতে পারেন রাহুল। স্ট্রাইক রোটেশন করে খেলতে পারায় ভারতের হয়ে সব জায়গাতেই অবদান রাহুল অবদান রাখতে পারেন বলে জানান সালমান। যে কারণে সামনের টেস্টগুলোতে রাহুলকে মিডল-অর্ডারে দেখতে চান সাবেক এই ক্রিকেটার।

সালমানের ভাষ্য, ‘লোকেশ রাহুল এমন একজন বহুমুখী খেলোয়াড় যে কোনো জায়গায় উইকেট ধরে রেখে ব্যাট করার সামর্থ রাখে। সে ওপেনার ও মিডল-অর্ডার হিসেবে ব্যাট করতে পারে। একটা ভালো দিক হলো ও সব জায়গায় পারফর্ম করে ওর ভারতের হয়ে চারটি সেঞ্চুরি রয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনিংসে গিলের ওপেনিং করা উচিত। সেই সঙ্গে রাহুলের উচিত মিডল-অর্ডারে ব্যাট করা। লোকেশ রাহুল নিঃসন্দেহে বহুমুখী খেলোয়াড় এবং ভারত দলের জন্য গুরুত্বপূর্ণ।’