দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ফিরলেন চান্দিমাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:02 সোমবার, 30 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই সিরিজে পুনরায় দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল।

পাশাপাশি করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে থাকা কুশল পেরারাও আছেন ২২ সদস্যের এই দলে। সর্বশেষ গত এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লঙ্কানদের হয়ে মাঠে নেমছিলেন চান্দিমাল।

এরপর শ্রীলঙ্কা বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ খেললেও দলে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। প্রোটিয়াদের বিপক্ষেও তারুণ্য নির্ভর দল নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।

২২ সদস্যের এই স্কোয়াডে লাহিরু মাদুশাঙ্কা, মহেশ থীক্ষানা ও পুলিনা থারাঙ্গা আছেন অভিষেকের অপেক্ষায়। সিরিজে অধিনায়কত্ব করবেন দাসুন শানাকা আর সহ অধিনায়কের দায়িত্ব থাকছে ধানাঞ্জয়া ডি সিলভার কাঁধে।

সিরিজে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর মধ্যে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলেরই শেষ সিরিজ এটি।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধানাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, পথুম নিসাঙ্কা, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, নুয়ান প্রদিপ, বিনুরা ফার্নান্দো , দুষ্মন্ত চামিরা, আকিলা ধানানঞ্জয়া, প্রবীণ জয়বিক্রমা, লাহিরু কুমারা, লাহিরু মাদুশাঙ্কা, পুলিনা থারাঙ্গা, মহেশ থীক্ষানা।