বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আমি গ্রাউন্ডসম্যান নই, ১৫০-১৬০ রানের মতো উইকেট চাই: ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:29 সোমবার, 30 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে মিরপুর শের ই বাংলার উইকেট ছিল ধীর ও মন্থর। এর ফলে কোনো দলই বড় সংগ্রহ গড়তে পারেনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো উইকেটের প্রত্যাশায় বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার (৩০ আগস্ট) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে প্রশ্ন করায় ডমিঙ্গো মজার ছলেই বলেছেন, 'আমি গ্রাউন্ডসম্যান নই।' অবশ্য তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের মতো নয়, বরং ১৫০-১৬০ রানের উইকেট চান তিনি।

ডমিঙ্গো বলেছেন, 'আমি ভালো উইকেটের প্রত্যাশা করতে পারি। বছরের এই সময়টায় যখন অনেক বৃষ্টি হচ্ছে আর সূর্যের আলোও তেমন নেই, এমন সময়ে বছরের অন্যান্য সময়ের মত উইকেট প্রস্তুত করা কঠিন। ভালো উইকেটেরই প্রত্যাশা করছি।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৩১ রানের। সেটাও সিরিজের প্রথম ম্যাচের। পরের ম্যাচগুলোতে দুই দলের কেউই সেই সংগ্রহকে ছাড়িয়ে যেতে পারেনি। কিউইদের বিপক্ষে কেমন উইকেট চান এটার ব্যাখ্যাও দিয়েছেন ডমিঙ্গো।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস দেয়ার মতো উইকেটের বিকল্প দেখছেন না তিনি। 

বাংলাদেশের এই প্রধান কোচ বলেন, 'ব্যাটিং লাইনআপকে আত্মবিশ্বাস দিবে এমন উইকেটের প্রয়োজনীয়তা বুঝতে পারছি। তবে একইসাথে জয় ও জয় পরবর্তী আত্মবিশ্বাসের কথাও মাথায় রাখতে হবে। আমরা এমন উইকেট চাই যেখানে ১৫০-১৬০ রান ভালো স্কোর হবে।'