পাকিস্তানের ক্রিকেট

আরব আমিরাতের কারণেই জাতীয় দলে উপেক্ষিত রিয়াজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:32 সোমবার, 30 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অনেকদিন ধরেই পাকিস্তানের জার্সিতে খেলতে দেখা যায় না ওয়াহাব রিয়াজকে। বাঁহাতি এই পেসার সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২০ সালের ডিসেম্বরে। এরপর পাকিস্তান তিন ফরম্যাটে বেশ কয়েকটি সিরিজ খেললেও উপেক্ষিত ছিলেন রিয়াজ।

এক বছরের মতো সময় ধরে জাতীয় দলে উপেক্ষিত থাকার কারণ হিসেবে পাকিস্তানের খেলাগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হওয়াকেই দুষছেন তিনি। কেননা দুবাই-শরজার পিচে স্পিনারদের ভূমিকা থাকে বেশি। আর উপেক্ষিত থাকতে হয় রিয়াজদের মতো পেসারকে।

এ প্রসঙ্গে বাঁহাতি এই পেসার বলেন, 'আমি মনে করি আমার চেয়ে অনেক বেশি সময়ে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা উচিত ছিল। কিন্তু আমার জন্য বড় ধাক্কা হল যখন পাকিস্তানের হোম ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ায়।'

তিনি আরো বলেন, 'যেখানে পেস-বোলারদের চেয়ে স্পিনারদের বেশি প্রয়োজন ছিল। সংযুক্ত আরব আমিরাতে হোম ম্যাচ খেলার সেই সময়টা আমি সহ অনেক পাকিস্তানি পেস-বোলারের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর ছিল।'

নির্বাচকরা তাকে দলে না নেয়ায় এ নিয়ে ক্ষোভ নেই রিয়াজের। তবে তিনি অনুভব করতে পারেন যে পাকিস্তানের হয়ে তার আরো বেশি ম্যাচ খেলা উচিত ছিল । উপেক্ষিত থাকলেও তার চাওয়া পাকিস্তান ক্রিকেটে ভালো করুক।

এ প্রসঙ্গে রিয়াজ আরো বলেন, 'একজন খেলোয়াড় হিসেবে নির্বাচকদের দ্বারা উপেক্ষিত হওয়া সবসময়ই হতাশাজনক। কারণ আমি মনে করি সবকিছু ভিন্ন হওয়া উচিত এবং আমার আগের চেয়ে পাকিস্তানের হয়ে বেশি খেলা উচিত।

তিনি সবশেষে যোগ করে বলেন, 'কিন্তু এটা নির্বাচকদের সিদ্ধান্ত এবং আমি মনে করি তারাই ঠিক জানেন কেন আমাকে বাছাই করা হচ্ছে না। আমি শুধু আশা করতে পারি যে নির্বাচকরা যা ভাবছেন তা পাকিস্তান ক্রিকেটের ভালোর স্বার্থেই।'