আইপিএল

সুন্দরের ইনজুরিতে আইপিএলে দল পেলেন আকাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:36 সোমবার, 30 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। আঙুলের ইনজুরিতে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অলরাউন্ডার। তার পরিবর্তে আকাশ দ্বীপকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতের ইংল্যান্ড সফরের আগে একটি প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পান সুন্দর। তারপর টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি। ধারণা করা হচ্ছিল আইপিএলের দ্বিতীয় পর্বে মাঠে নামতে পারবেন। কিন্তু বেঙ্গালুরু এক বিবৃতিতে জানিয়েছে, আইপিএলের বাকি অংশে খেলা হচ্ছে না তার।

সুন্দরের অনুপস্থিতিতে কপাল খুলেছে আকাশের। তিনি আগে থেকেই নেট বোলার হিসেবে বেঙ্গালুরুর সঙ্গে ছিলেন। লেগ স্পিনিং অলরাউন্ডার সুন্দরের পরিবর্তিত ক্রিকেটার আকাশ একজন মিডিয়াম পেসার।

এক বিবৃতিতে বেঙ্গালুরু জানিয়েছে, ‘আঙুলের ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সুন্দর। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলার ক্রিকেটার আকাশ দ্বীপ। তিনি ফ্র্যাঞ্চাইজিটির নেট বোলার হিসেবে দলের সঙ্গে ছিলেন।’

২৪ বছর বয়সী এই পেসার প্রথম শ্রেণিতে ম্যাচ খেলেছেন নয়টি। লিস্ট ‘এ’ তে ম্যাচ খেলেছেন ১১টি এবং টি-২০ ম্যাচ খেলেছেন ১৫ টি। যেখানে তিনি ১৬.৩৫ গড়ে শিকার করেছেন ২১ উইকেট।

আইপিএলের বাকি অংশ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবু ধাবির শেষ জায়েদ স্টেডিয়ামে।