Connect with us

ইংল্যান্ডের ক্রিকেট

অধিনায়ক হিসেবে রুট সেরাদের একজন হবে: সিলভারউড


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে ম্যাচ জয়ের হিসেবে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক জো রুট। অথচ তার অধিনায়কত্ব নিয়ে প্রায়ই সমালোচনা শোনা যায়। তবে এবার ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড জানালেন, ইংল্যান্ডের অন্যতম সেরা অধিনায়কদের একজন হতে পারেন রুট।

হেডিংলি টেস্টে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফেরে ইংল্যান্ড। আর এই টেস্ট জিতে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ২৭ টেস্ট জয়ের রেকর্ড গড়েন রুট। এ সময় তিনি পেছনে ফেলেন মাইকেল ভনকে। রুটের এমন কীর্তির পর সিলভারউড বলেছেন ইংলিশ অধিনায়কদের মধ্যে অন্যতম একজন হওয়ার যোগ্যতা আছে রুটের।

তিনি বলেন, ‘ইংল্যান্ডের অন্যতম সেরা অধিনায়কদের একজন হওয়ার যোগ্যতা রুটের আছে। এটা দারুণ যে, রুট এই রেকর্ড নিজের করেছে। তার সামনে আর কেউ নেই, সে এটি অর্জন করেছে। যদি আমরা অ্যাশেজ জিততে পারি তাহলে আরও একবার তাকে নিয়ে গর্ব করতে পারব।’

সিভারউড মনে করেন রুট এখনও শিখছেন এবং ভুল থেকে শিক্ষা নেওয়া একজন অধিনায়কের বড় গুণ। তার মতে ইংলিশ অধিনায়কের সঙ্গে তার বুঝা-পড়াটাও দারুণ এবং দুজনের সম্পর্ক খুবই ভালো পর্যায়ে রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি সে সব সময় শিখছে। লর্ডসে তার নেওয়া কিছু সিদ্ধান্তের পুনরাবৃত্তি করেছিল এবং আমি তাকে বলেছি। সময়ের সাথে সাথে সে শিখছে। একজন অধিনায়কের জন্য এটি একটি বড় বৈশিষ্ট্য।

তিনি আরও যোগ করে বলেন, 'জো এবং আমার সম্পর্ক খুবই ভালো। অধিনায়ক হিসেবে এবং একই সাথে ব্যাট হাতেও সফল হলে এটা তার জন্য হবে অসাধারণ। সে দারুণ সময় পার করছে এবং আমি সত্যিই তা উপভোগ করছি।’

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

মুম্বাইতে খেলেই বিশ্বজুড়ে ভক্ত পেয়েছি: মালিঙ্গা

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কিউইদের ওপর দোষ চাপিও না, হাফিজকে ম্যাকক্লেনাঘান

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

অস্ট্রেলিয়ার বিমান ধরতে প্রস্তুত ব্রড

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

মিরপুরে ফিরেই তামিমের আগ্রাসী ব্যাটিং অনুশীলন

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

দ্বিতীয় ভাগে দারুণ খেলবে কলকাতা, আশাবাদী সাকিব

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

শুক্রবার সবকিছু বদলে গেছে, নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

প্রীতি ম্যাচ আয়োজনে পিসিবির রাডারে ১০০ বিদেশি ক্রিকেটার

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

আর্কাইভ

বিজ্ঞাপন