আইপিএল

আইপিএলে খেলার অনুমতি পেলেন হাসারাঙ্গা-চামিরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:57 রবিবার, 29 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুনরায় চালু হতে যাওয়া অংশে খেলার অনুমতি পেলেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং দুসমান্থু চামিরাকে অ্যাডম জাম্পা এবং কেন রিচার্ডসনের বদলী হিসেবে দলে নিয়েছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এ ছাড়া এই দুই ক্রিকেটারের মঙ্গে সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকেও দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। যদিও কিছুদিন আগে জানা গিয়েছিল আইপিএল খেলার জন্য নাকি 'নো অবজেকশন সার্টিফিকেটে'র আবেদনই করেনি এই দুই ক্রিকেটার।

পরে অবশ্য ঠিকই তারা আবেদন করেছিলেন। যার প্রেক্ষিতেই তাদের নো অবজেকশন সার্টিফিকেট দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা বিষয়টি নিশ্চিত করেছে। তবে আইপিএল শেষ না করেই তাদের দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।

কেননা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে তার আগে বাছাই পর্ব খেলতে হবে শ্রীলঙ্কাকে। সেই বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। ফলে বেঙ্গালুরু প্লে অফ কিংবা ফাইনালে উঠলে খেলতে পারবেন না এই দুই লঙ্কান ক্রিকেটার।

বিবৃতিতে এসএলসি জানায়, 'টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এসএলসি এই ক্রিকেটারদের অনুমতি দিয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের স্থগিত হওয়া বাকি অংশে খেলতে তাদের নো অবজেকশন সার্টিঢিকেট দেয়া হয়েছে।'

তারা আরো জানায়, 'এই দুই ক্রিকেটার আবারো আগামী ১০ অক্টোবর শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবে। একই সঙ্গে দুটি প্রস্তুতি ম্যা খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলতে নামার আগে এই প্রস্তুতি ম্যাচগুলো খেলবে শ্রীল্ঙকা ক্রিকেট দল।'