বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

যে জায়গায় ব্যাট করি ৫০-১০০ করার সুযোগ থাকে না: মেহেদী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:44 রবিবার, 29 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সীমিত ওভারের ক্রিকেটে প্রায় নিয়মিত ক্রিকেটার মেহেদী হাসান। এরই মধ্যে ডানহাতি স্পিন বোলিংয়ের সঙ্গে মারকুটে ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারেন তিনি।

যদিও এই ডানহাতি ব্যাটসম্যান জানিয়েছেন তিনি যে জায়গায় ব্যাট করেন সেখানে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করার সুযোগ নেই। লোয়ার মিডল অর্ডারে তার ৫-৬ বলে ১০ রানই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এ প্রসঙ্গে মেহেদী বলেছেন, 'অবশ্যই ব্যাটিংয়ের ভূমিকা (নিজের) দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা ১০ রান হোক বা ৫ রান বা ২০ রান। আমি যে পজিশনে ব্যাট করি আসলে তখন ১০০ করার সুযোগ থাকে না, ৫০ করারও সুযোগ থাকে না। তখন ১০ রানই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি ৫ বলে বা ৬ বলে ১০ করি, দলকে অনেক এগিয়ে দেয়।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার টি-টোয়েন্টিতে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করলেও শেষ টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে ১২ বলে ১৩ রান করেছিলেন। এর আগে চতুর্থ ম্যাচে ১৬ বলে ২৩ রানের দারুণ এক কার্যকরী ইনিংস খেলেছিলেন মেহেদী।

যদি জাতীয় দলে উপরে খেলার সুযোগ হয় তাহলে বড় রানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। ম্যানেজমেন্ট যেখানে উন্নতির পরামর্শ দেবে সেসব জায়গা নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে মেহেদীর।

তাঁর ভাষ্য, 'বাংলাদেশ দলে মাঝেমধ্যে ওপরেও খেলতে হয়, তখন একটা সুযোগ থাকে, যে সুযোগটা আমি এখনও পর্যন্ত কাজে লাগাতে পারিনি। একটা সুযোগ থাকে ওইখানে টি-টোয়েন্টিতে বেশ কিছু রান করার। আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। দলের পছন্দ মতো যেখানে ম্যানেজমেন্ট থেকে বলা হয়, আমি চেষ্টা করি সেখান থেকে উন্নতি করার।'