সাকিব-মুস্তাফিজরা আইপিএলে পারফর্ম করলে বাংলাদেশের লাভ: আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:16 রবিবার, 29 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আগামী ১ সেপ্টেম্বর বোর্ড মিটিংয়ে তাঁদের আইপিএল খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বোর্ড কর্তারা ইতিবাচক থাকায় সাকিব-মুস্তাফিজের আইপিএল খেলতে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এদিকে আইপিএল শেষে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

যে কারণে আইপিএলে সাকিব-মুস্তাফিজরা পারফর্ম করলে বাংলাদেশের জন্য লাভ বলে জানান আকরাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জন্য এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘সম্ভবত এটা আমাদের জন্য ভালো সুযোগ যে আমাদের খেলোয়াড়েরা আইপিএলের মতো মানসম্পন্ন টুর্নামেন্টে খেলবে। সেখানে খেলে ওরা যদি ভালো পারফর্ম করে অবশ্যই ওই কন্ডিশনে আমরা খেলব তাই দল অনেক লাভবান হবে। ওদের পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড তাদের খেলার ব্যাপারে ইতিবাচক আছে। মনে হয় তাদের কোন সমস্যা হবে না।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আর রাজস্থান রয়্যালসে আছেন মুস্তাফিজ। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব।

যেখানে তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান করার সঙ্গে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে আইপিএল স্থগিত হওয়ার আগে সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ৭ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৮ উইকেট।