আইপিএল

আইপিএল খেলার অনুমতি চেয়েছেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:01 রবিবার, 29 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত পর্বে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেছেন সাকিব আল হাসান।

এই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি মনে করেন ক্রিকেটাররা আইপিএল খেললে বাংলাদেশেরই লাভ।

এ প্রসঙ্গে আকরাম বলেছেন, 'মুস্তাফিজেরটা কিছুদিন আগেই দিয়েছিল এবং সাকিব গতকাল চিঠি দিয়েছে। ১ তারিখে আমরা সিদ্ধান্ত নেব।'

এবারের আসরের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব।

যেখানে তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান করার সঙ্গে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। দ্বিতীয় পর্বে অংশ নিতেই অনাপত্তি পত্রের জন্য আবেদন করেছেন সাকিব।

মূলত বাংলাদেশ দলের ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়ায় তাদের আইপিএলে অংশ নিতে বাধা নেই সাকিব-মুস্তাফিজদের। এরই ধারাবাহিকতায় আইপিএলে অংশ নিতে বোর্ডের কাছে আবেদন করেছেন সাকিব।