ইংল্যান্ড - ভারত সিরিজ

ব্যাটিংয়ে শক্তি বাড়াতে ওভালে সূর্যকুমারকে চান ভেঙ্কসরকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:55 রবিবার, 29 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রান ও ইনিংস ব্যবধানে হারের পর স্কোয়াডে পরিবর্তন আনার দাবি তুলেছেন ক্রিকেট বিশ্লেষক ও ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। সেক্ষেত্রে ওভালে একজন বোলার কমিয়ে সেই জায়গায় বাড়তি ব্যাটসম্যান খেলানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।

যদিও ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলি অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলানোর কারণ দেখছেন না। তবে একাদশে পরিবর্তন এলে সিরিজের চতুর্থ টেস্টে হানুমা বিহারির অথবা সূর্যকুমার যাদবকে খেলাতে পারে ভারত। এদিকে দিলীপ ভেঙ্কসরকার মনে করেন, বিহারির চেয়ে সূর্যকুমারকে খেলালে বেশি লাভবান হবে সফরকারীরা। 

হেডিংলিতে ইংলিশদের বিপক্ষে ৬ ব্যাটসম্যান, এক অলরাউন্ডার ও চার পেসার খেলিয়েছিল ভারত। পেসাররা তুলনামূলক ভালো করলেও দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটসম্যানরা। যার মাসুল হিসেবে বাজেভাবে হেরেছে সফরকারীরা।

যার ফলে ব্যাটিং ইউনিটের শক্তি বাড়াতে পরের টেস্টে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর দাবি তুলেছেন অনেকে। পরের ম্যাচে বাড়তি ব্যাটিং নেয়া হলে সুর্যকুমারকেই বেশি পছন্দ ভেংসরকারের। দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে পারায় ও ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ায় সূর্যকুমারকেই এগিয়ে রাখছেন তিনি।

এ প্রসঙ্গে ভেঙ্কসরকার বলেন, 'আমি এটি শুনতে পছন্দ করি না যে এটি একটি হতবাক হওয়ার মতো প্রতিক্রিয়া। তবে আমি বিশ্বাস করি আমরা হানুমা বিহারির আগে সুর্যকুমার যাদবকে সংযুক্ত করে ব্যাটিং লাইন-আপের শক্তি বাড়াতে পারি। আমরা একজন বোলারকে বাদ দিয়ে ৬ ব্যাটসম্যান (উইকেটরক্ষক ব্যতীত) নিয়ে শুরু করতে পারি।’

সদ্যই শেষ হওয়া হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ২৭৮ রান তুললেও বড় লিড পাওয়া ইংল্যান্ডের বিপক্ষে হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। দ্বিতীয় ইনিংসে কোহলি ও চেতেশ্বর পূজারারা ভালো শুরু করলেও মিডল অর্ডারে ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা ও আজিঙ্কা রাহানেরা ছিলেন ব্যর্থ।

তাই ভুগতে থাকা ভারতের জন্য সূর্যকুমারের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন ভেঙ্কসরকার। তিনি বলেন,‘সূর্য এই ভারতীয় দলে সেরাদের সঙ্গে (দক্ষতার দিক থেকে) তাল মেলাতে পারে, যেহেতু সে বর্তমানে কিছুদিনের জন্য আছে। অনেক দেরি হওয়ার আগেই তাকে অন্তর্ভুক্ত করা উচিত।’