জিম্বাবুয়ে ক্রিকেট

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন দায়িত্বে চিগুম্বুরা-জার্ভিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:10 রবিবার, 29 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরি ও অসুস্থতার সঙ্গে পেরে উঠতে না পারায় কদিন আগে সবধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন কাইল জার্ভিস। প্রায় বছর খানেক আগে ক্রিকেট ছেড়েছেন এল্টন চিগুম্বুরা। অবসরের পর জিম্বাবুয়ে ক্রিকেটে (জেডসি) নতুন দায়িত্ব পেলেন এই দুই ক্রিকেটার। 

জিম্বাবুয়ের ট্যালেন্ট স্কাউটে তাঁদের দুজনকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যারা কিনা জিম্ববুয়ের তরুণ ও প্রতিভাসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। এ ছাড়া ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে মেন্টরের দায়িত্বে থাকবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জেডসি।

এ প্রসঙ্গে জেডসির ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘আমরা আন্তর্জাতিক খেলার সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড় হিসেবে এল্টন এবং কাইলকে পেয়ে উচ্ছ্বসিত। আমরা একটি পূর্ণাঙ্গ কাঠামোগত স্কাউটিং নেটওয়ার্ক প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এতে তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা আমাদের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে লালন -পালন করা হবে, যুব পর্যায়ের মেধাবী খেলোয়াড়দের চিহ্নিত, ট্র্যাক এবং বিকাশের জন্য তৈরি করা হবে।’

চলতি বছরের জুনে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন জার্ভিস। জিম্বাবুয়ের হয়ে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২২টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে টেস্টে ৪৬, ওয়ানডেতে ৫৮ ও টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। 

২০২০ সালের নভেম্বরে সবধরনের ক্রিকেটকে বিদায় বলেন চিগুম্বুরা। জিম্বাবুয়ের হয়ে ২১৩ ওয়ানডে, ১৪ টেস্ট ও ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে টেস্টে ২১, ওয়ানডেতে ১০১ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৬ উইকেট। এ ছাড়া তিন ফর‌ম্যাটে ব্যাট হাতে প্রায় ৬ হাজার রান করেছেন।