ভারত-ইংল্যান্ড সিরিজ

অ্যান্ডারসনের ছোঁয়ায় বদলে গেছেন রবিনসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:53 শনিবার, 28 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হেডিংলি টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রেখেছেন অলি রবিনসন। এতে করে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন ডানহাতি এই পেসার। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে এই ম্যাচে ভালো বোলিং করার পেছনে চমকপ্রদ তথ্য জানালেন তিনি।

সতীর্থ জেমস অ্যান্ডারসনের কাছ থেকে ওবেল সিমে বল করা শিখেছেন রবিনসন। আর তাতেই বদলে গেছে তার বোলিংয়ের ধার। অনুশীলনে অ্যান্ডারসনকে ভিন্ন এক সিমে বল করতে দেখেছিলেন রবিনসন। সেখানেই তার কাছে এই সিম রপ্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন ইংলিশ এই পেসার।

অ্যান্ডারসনও কার্পণ্য করেননি। অনুশীলনে নিয়মিতই তাকে এই সিমে বল করার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার। সেটা দ্রুততম সময়ের মধ্যে রপ্ত করে নিয়েই ভারতকে হেডিংলিতে বিপদে ফেলেছেন রবিনসন। ম্যাচ শেষে তাই অ্যান্ডারসনের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি।

এ প্রসঙ্গে রবিনসন বলেন, ‘আমি জিমিকে গ্রিপটি একটু আলাদাভাবে ধরে রাখতে দেখেছিলাম। আমি সেটি অন্যভাবে ধরেছিলাম। তাই আমি তাকে বলেছিলাম আমি কেবল নেটে একটু অনুশীলন করতে চাই।’

হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ভারতের দুই উইকেট তুলে নিয়েছিলেন রবিনসন। দ্বিতীয় ইনিংসে ধুকতে থাকা ভারতের ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর ফলে ভারতকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফেরে ইংল্যান্ড। নতুন সিমে এতো ভালো বল হচ্ছিলো রবিনসন নিজেই চমকে গিয়েছিলেন।

তিনি বলেন, 'এটি সত্যিই ভালো হচ্ছিল। তাই আমি খেলার মধ্যে এটি চেষ্টা করেছিলাম যা সত্যিই ভালোভাবে কাজে এসেছে। আমার আরও অনুশীলন করা দরকার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এটি শিখতে পারার সুযোগ আমার জন্য অমূল্য। সৌভাগ্যবশত আজকে এটি এসেছে।’