ভারত-ইংল্যান্ড সিরিজ

জয় ইংল্যান্ডের প্রাপ্য ছিল: কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:19 শনিবার, 28 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হেডিংলি টেস্টে ইনিংস হারের পর ইংল্যান্ডের বোলারদের প্রশংসা করেছেন বিরাট কোহলি। ভারতের অধিনায়কের মতে, ওলি রবিনসন- ক্রেইগ ওভারটনদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে পরাস্ত হতে রীতিমত বাধ্য হয়েছে ভারত। জয়টি ইংল্যান্ডের প্রাপ্য ছিল বলেও মনে করেন কোহলি।

ম্যাচটি ভারত হেরেছে ইনিংস এবং ৭৬ রানের ব্যবধানে। ভারতের দ্বিতীয় ইনিংসে রবিনসন পাঁচটি এবং ওভারটন তিনটি উইকেট নেন। ফলে ২৭৮ রানেই থামতে হয়েছে ভারতকে।

ম্যাচ শেষে কোহলি বলেন, 'এখানে ব্যাটিং ধ্বস হতেই পারে। উইকেট ব্যাটিং উপযোগী ছিল। তবে তাদের শৃঙ্খল বোলিং আমাদের কিছু ভুল করতে বাধ্য করেছে। স্পেলগুলো ক্রমশ কঠিন হয়ে গিয়েছিল। আমরা রান করতে পারছিলাম না।'

অথচ একই উইকেটে নিজেদের প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরি ও ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালানদের হাফ সেঞ্চুরিতে ৪৩২ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ভারতীয় দল স্বাগতিকদের মতো বুঝেশুনে ব্যাটিং করতে পারেনি বলে মনে করেন কোহলি।

তিনি বলেন, 'ব্যাটিংয়ে আমরা ভালো কোনও সিদ্ধান্ত নিতে পারছিলাম না। উইকেট ব্যাটিং সহায়ক মনে হয়েছে। যখন ইংল্যান্ড ব্যাটিং করার পর এতে তেমন পরিবর্তন হয়নি। তারা বুঝেশুনে ব্যাটিং করতে পেরেছে। সত্যি বলতে, জয়টি ওদের প্রাপ্য ছিল।'

এই ম্যাচ জিতে পাঁচ টেস্টের সিরিজে ১-১ সমতা এনেছে ইংল্যান্ড। হেডিংলি টেস্টের দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রবিনসন।