শ্রীলঙ্কা ক্রিকেট

সমালোচনার জবাব দিলেন মিকি আর্থার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:24 শনিবার, 28 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমান্থ চামিরা। তাদের আইপিএলে যাওয়ার খবরে অভিনন্দন জানাননি শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচ মিকি আর্থার।

আর এতেই তাকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে বেশ কিছু টুইট করা হয়েছে। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন আর্থার। গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নেন আর্থার। এই সময়টায় তার অধীনে শ্রীলঙ্কার হয়ে বেশ কয়েকটি সিরিজ খেলেছেন হাসারাঙ্গা ও চামিরা।

আইপিএলের মতো জনপ্রিয় আসরে খেলার সুযোগ পাওয়ার পরও দুই শীষ্যকে শুভেচ্ছা না জানানোয় চটেছিলেন বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেট ভক্ত। পাল্টা জবাবে আর্থার জানান, খেলোয়াড়দের অভিনন্দন জানাতে তার কোনো সোশ্যাল মিডিয়ার দরকার পড়ে না।

টুইটারের কয়েকজন সমালোচনাকারীকে উদ্দেশ্য করে আর্থার লিখেছেন, ‘আমি বেশিরভাগ দিন খেলোয়াড়দের সঙ্গে কথা বলি এবং তাদের অভিনন্দন জানাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রয়োজন হয় না। আমি এটা বন্ধ দরজার পেছনে করি। মন্তব্য করার আগে একটু ভাবুন।’

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মাঝপথেই স্থগিত হয়েছিল এবারের আইপিএল। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে যাচ্ছে আসরটির বাকি অংশ। ভারতের জনপ্রিয় ঘরোয়া এই আসরটির এই অংশে খেলা হচ্ছে না ব্যাঙ্গালুরুর দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল সামস।

তাই এই দুই অস্ট্রেলিয়ানের বদলি হিসেবে হাসারাঙ্গা ও চামিরাকে নিজেদের ডেরায় ভেড়ায় বেঙ্গালুরু। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সফরে দুর্দান্ত পারফর্ম করে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটির নজরে আসেন এই দুই লঙ্কান ক্রিকেটার। তাই আসরটির বাকি অংশের জন্য তাদের সাক্ষর করাতে আর কার্পণ্য করেনি ফ্র্যাঞ্জাইটি।

যদিও আইপিএলের এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটে ৫০ লাখ রুপি দাম হাঁকানো হয়েছিল হাসারাঙ্গার। তবে তাকে কিনতে আগ্রহী হয়নি কোনো দল। সেবার অবিক্রিত ছিলেন চামিরাও। ভারত সিরিজের ভালো পারফর্ম করার ফল পেলেন লঙ্কান দুই ক্রিকেটার।