অ্যাশেজ সিরিজ

অ্যাশেজ থেকে নাম সরাতে পারেন ইংল্যান্ডের ১০ ক্রিকেটার!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:03 শনিবার, 28 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া সরকারের বিধি নিষেধের কারণে পরিবার নিয়ে এবারের অ্যাশেজ খেলতে যাওয়া হচ্ছে না ইংল্যান্ডের ক্রিকেটারদের। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কদিন আগে জানিয়েছিল ক্রিকেটারদের সঙ্গে পরিবার পাঠাতে কাজ করছে তাঁরা।

যদিও সেই আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দাবি, পরিবার সঙ্গে নিতে না পারলে এবারের অ্যাশেজ সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারেন ইংল্যান্ডের ১০ এর অধিক ক্রিকেটার। ইতোমধ্যে পরিবারকে সময় দিতে অ্যাশেজ না খেলার ইঙ্গিত দিয়েছেন জস বাটলার।

করোনার কারণে অস্ট্রেলিয়ার সার্বিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। যে কারণে পরিবারসহ ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়পত্র দিতে আগ্রহ দেখাচ্ছে না সিএ। তাতেই অ্যাশেজ নিয়ে বিপত্তি ঘটেছে।

অস্ট্রেলিয়ার কঠোর বিধিনিষেধের কারণে দেশটির সরকার অনুমতি না দিলে পরিবারের সঙ্গে এবারের বড়দিন পালন করা হচ্ছে না জো রুটদের। প্রায় চার মাস জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে অস্ট্রেলিয়া সফরে পরিবার ছাড়া যেতে নারাজ ইংলিশ ক্রিকেটাররা।

এই চার মাসে ঘরের মাঠে ভারত সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইংল্যান্ডের ক্রিকেটাররা। যে কারণে অ্যাশেজে পরিবার নিয়ে যেতে আগ্রহী রুটরা। যেখানে তাঁদের বলা হয়েছে দুই ফ্লাইটে করে নভেম্বরের শুরুর দিকে অস্ট্রেলিয়া যেতে পারবে ক্রিকেটারদের পরিবাররা।

যেখানে অস্ট্রেলিয়া সফরের জন্য ইংল্যান্ড দেশ ছাড়ার কথা ১৪ ডিসেম্বর। তাতে তাঁদের কোয়ারেন্টাইন শেষ হবে বড়দিনের মধ্য রাতে। এটাই মূলত উদ্বেগের প্রধান কারণ হয়েছে দাঁড়িয়েছে।