বাংলাদেশ ক্রিকেট

আক্রমণাত্মক কোহলিকেই পছন্দ সাকিবের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:28 শনিবার, 28 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে বলে দারুণ সময় কাটছে তার। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন তিনি।

কদিন আগেই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন এই টাইগার তারকা। সম্প্রতি স্পোর্টস কিডার সঙ্গে আলাপচারিতায় ক্যারিয়ারের নানা প্রান্ত নিয়ে আলাপ করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষে অনেক ম্যাচে খেলেছেন সাকিব। এই অলরাউন্ডার জানিয়েছেন, কোহলির আক্রমণাত্মক মনোভাব দারুণ পছন্দ তার।

এই আক্রমণাত্মক উদযাপনের কারণে প্রায়ই সমালোচনায় পড়তে হয় কোহলিকে। যদিও ভারতীয় এই অধিনায়কের এমন মনোভাবই ভালো লাগে সাকিবের।

এই অলরাউন্ডার বলেন, 'বিরাট আক্রমণাত্মক মনোভাব দেখায় মাঠের ভেতরে। তার উদযাপনেই প্রতিফলিত হয় যে সে শেষ পর্যন্ত লড়ে যেতে চায়। এটাই আমার পছন্দ। খেলা শেষ হওয়ার আগে কখনও সে হাল ছাড়ে না।'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আরব আমিরাত ফর্মে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই আবারও আইপিএলে ফিরতে পারেন সাকিব।