টি টেন লিগ

বাংলা টাইগার্সের আইকন ডু প্লেসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:44 শনিবার, 28 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১৯ নভেম্বর মাঠে গড়াতে যাচ্ছে টি-টেন লিগের পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের দল গোছাতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। এবারের আসর শুরুর আড়াই মাস আগে ফাফ ডু প্লেসিকে দলে ভেড়ালো বাংলা টাইগার্স।

সেই সঙ্গে টুর্নামেন্টটিতে দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। ডু প্লেসিকে দলে নেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চত করেছে বাংলা টাইগার্স। দলটিতে যোগ দিতে পেরে বেশ রোমাঞ্চিত তিনি।

এ প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘নতুন ফরম্যাটের টুর্নামেন্টের অংশ হতে পারাটা রোমাঞ্চকর। বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বের নামিদামি ক্রিকেটারদের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছি। ক্রিকেট খেলার জন্য রোমাঞ্চকর একটা সময় কাটবে।’

বাংলা টাইগার্সের মালিকানায় রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ইয়াসিন চৌধুরি। দক্ষিণ আফ্রিকার ডানহাতি এই ব্যাটসম্যানকে দলে নিতে পেরে বেশ উচ্ছ্বসিত তাঁরা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ডু প্লেসি চ্যাম্পিয়ন ক্রিকেটার।

দলটির মালিক ইয়াসিন বলেন, ‘ফাফ ডু প্লেসির মতো বিশ্বমানের ক্রিকেটারকে স্কোয়াডে দেখাটা দারুণ ব্যাপার।আমরা জানি দক্ষিণ আফ্রিকার হয়ে আলাদা আলাদা ফরম্যাটে সে কি করেছে। সে চ্যাম্পিয়ন ক্রিকেটার।‘

তিনি আরও বলেন, ‘তাকে আমাদের স্কোয়াডে পাওয়াটা সম্মানের। আমরা জানি যে সে মাঠের ভেতরে ও বাইরে কি অর্জন করেছে। সে দারুণ মেধা সম্পন্ন। ফাফ ডু প্লেসিকে বাংলা টাইগার্স পরিবারে স্বাগতম।’

দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ছাড়াও আইপিএল, পিএসএল, সিপিএলের মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রোটিয়াদের হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন।