ইংল্যান্ড - ভারত সিরিজ

পূজারার সমালোচকদের স্মৃতি শক্তি নিয়ে প্রশ্ন তুললেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 শনিবার, 28 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ ২০ ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি চেতেশ্বর পূজারা। লিডসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ১২ ইনিংস পর। হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ব্যাটে চড়েই ঘুরে দাঁড়ানোর লড়াই করছে ভারত। তবে মাঝের সময়টায় নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় চারিদিক থেকে ধেয়ে আসছিলো সমালোচনার তীর। সেই সব সামলে হেডিংলিতে ভারতের আশাপ্রদীপ হয়ে দাঁড়িয়ে পূজারা।

দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলার পর পূজারার সমালোচকদের এক হাত নিয়েছেন রোহিত শর্মা। ভারতের এই ওপেনারের দাবি, আমাদের স্মৃতি শক্তি দুর্বল তাই আমরা দ্রুতই সব ভুলে যাই। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বাইরের মানুষ সমালোচনা করলেও ড্রেসিং রুমে পূজারাকে নিয়ে কোন কথা হয়নি।

পূজারার সমালোচকদের জবাব দিতে গিয়ে অস্ট্রেলিয়ার সফরের উদাহরণ টেনেছেন রোহিত। যেখানে ‍বড় ইনিংস খেলতে না পারলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। যা পরবর্তীতে অজিদের বিপক্ষে সিরিজ জিততে বড় ভূমিকা রেখেছিল। সেই সঙ্গে লর্ডস টেস্টে আজিঙ্কা রাহানের সঙ্গে পূজারার জুটির কথাও উল্লেখ করেছেন ভারতের এই ওপেনার।

যেখানে হাফ সেঞ্চুরি না পেলেও রাহানের সঙ্গে ১০০ রানের দারুণ এক জুটি গড়েছিলেন। যা ম্যাচ জয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছিল। এ ছাড়া রোহিত জানিয়েছেন, পূজারার ফর্ম নিয়ে সমালোচনা হলেও ভারতের ড্রেসিং রুমে তাঁর ব্যাটিং পারফরম্যান্স কোন কথা হয়নি।

এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘সত্যি বলতে পূজারার ব্যাটিং নিয়ে কোন কথা হয়নি। আমি মনে করি বাইরেই কেবল আলোচনা হচ্ছে। ড্রেসিং রুমের ভেতর তার ফর্ম নিয়ে পূজারার সঙ্গে কোন কথা হয়নি। আমরা জানি তা কি গুণ এবং অভিজ্ঞতা আছে। যখন তার মতো কেউ একজন থাকে তখন আমি মনে করি না খুব বেশি আলোচনার দরকার আছে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি তার সাম্প্রতিক পারফরম্যান্সের কথা বলেন তাহলে হ্যাঁ সে রান করতে পারেনি। কিন্তু লর্ডসে তার এবং আজিঙ্কার (রাহানে) মাঝে গুরুত্বপূর্ণ জুটি দেখেছি। ভুলে গেলে চলবে না সে অস্ট্রেলিয়াতে কি করেছিল। সেগুলো আমাদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের স্মৃতিশক্তি দুর্বল, আমরা দ্রুতই ভুলে যাই।’