ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল

নেপালের দায়িত্ব ছাড়ছেন হোয়াটমোর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:59 শুক্রবার, 27 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গেল বছরের ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উমেশ পাতওয়াল। প্রায় মাস দশেক কেটে যাওয়ার পর সেই পদে ডেভ হোয়াটমোরকে দায়িত্ব দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।

শ্রীলঙ্কার হয়ে ১৯৯৬ বিশ্বকাপ জেতা এই কোচও দায়িত্ব ছাড়ছেন নেপালের। করোনাকালীন পরিবারকে সময় দিতে নেপালের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যেখানে খেলার সুযোগ পায়নি নেপাল। যে কারণে এশিয়ার নবীনতম দেশটির লক্ষ্য ২০২২ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।

সেই লক্ষ্যে হোয়াটমোরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল নেপাল। তবে নেপালের দায়িত্ব নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি।  সাত দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর পয়েন্ট টেবিলিয়ের ছয়ে নেপাল।

চার ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। ১২ ম্যাচ খেলার কথা থাকলেও করোনার কারণে বেশি কিছু ম্যাচ খেলতে পারেনি দেশটি। সেপ্টেম্বরে ওমান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তাঁরা। তাতে সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ-২ এর পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর ওমানে। এরপরই দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন তিনি। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের কোচের দায়িত্বেও ছিলেন হোয়াটমোর।