ইংল্যান্ড - ভারত সিরিজ

তবুও মানসিকভাবে ভেঙে পড়েনি ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:00 শুক্রবার, 27 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ১৫১ রানে হারের পর হেডিংলিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে মাত্র ৭৮ রানে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে ৩৫৪ রানের লিড নেয় স্বাগতিকরা। যার ফলে হেডিংলি টেস্টের নিয়ন্ত্রণ বেশ খানিকটা ইংল্যান্ডের হাতে।

লিডসে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও মানসিকভাবে ভালো অবস্থানে রয়েছে ভারত। দ্বিতীয় দিনের খেলা শেষে এমনটাই দাবি করেছেন মোহাম্মদ শামি। ডানহাতি এই পেসার জানান, ম্যাচের এমন পরিস্থিতিও ভারতের ক্রিকেটারদের মানসিকভাবে দুর্বল করতে পারেনি।

এ প্রসঙ্গে শামি বলেন, ‘এটা মানসিকভাবে কিছুই নয়। আমরা তিনদিন এমনকি দুই দিনেও খেলা শেষ করেছি। এমন অনেক সময় আসবে যখন আপনার খারাপ দিন হবে কিন্তু এতে আমাদের স্বভাবগত চরিত্রের অবনতি হওয়ার কোনো কারণ নেই। এখনো দুই ম্যাচ বাকি আছে সেই সঙ্গে আমরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছি। আমাদের নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস রাখতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে।’

প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা বড় জুটি গড়ে যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তখন হাল ছাড়া উচিত নয় বলে মনে করে শামি। সে সময় ব্যাটসম্যানকে আউট করতে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ দেন তিনি। এটা করতে পারলে দলের জন্য অনেক সম্ভাবনার দ্বার খুলে যায় বলে জানান ৩০ বছর বয়সি পেসার।

শামি বলেন, ‘প্রতিপক্ষ যখন একটি বড় জুটি গড়ে ওঠে তখন আপনার মাথা নিঁচু করা উচিত নয়। এটা আপনার দায়িত্ব। আপনার চেষ্টা করতে হবে এবং উইকেট নিতে হবে। ব্যাটসম্যানকে কিভাবে আউট করবেন সেটা আপনাকে মনে মনে ঠিক করতে হবে।’

ডানহাতি এই পেসার আরও বলেন, ‘এমন অনেক কিছুই হবে যাতে আপনি হতাশ হতে পারেন। যদি আপনি হাল ছেড়ে দেন জুটি আরও শক্তিশালী এবং বড় হবে। অন্যদিকে আপনি যদি ব্রেক থ্রু এনে দিতে পারেন সেটি দলের জন্য আরও অনেক সম্ভাবনা এনে দেবে।’