বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ড বলেই আত্মবিশ্বাসের তুঙ্গে সোহান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 শুক্রবার, 27 আগস্ট, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের রেষ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এবারও ঘরের মাঠে সিরিজ হওয়ায় দারুণ উজ্জীবিত নুরুল হাসান সোহান। কিউইদের বিপক্ষে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

জাতীয় দলের জার্সিতে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সোহানের অভিষেক হয়েছিল এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। এবারও প্রতিপক্ষ হিসেবে কিউইদের সামনে পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই ডানহাতি ব্যাটসম্যান। তাদের বিপক্ষে খেলার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চান সোহান।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অবশ্যই ভালো দল। আমার কাছে মনে হয় যে খুব প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে। যেটা বললাম আরকি... যদি আমরা দল হিসেবে খেলতে পারি তাহলে আমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেশি থাকবে। আমার যেহেতু ওয়ানডে এবং টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের সঙ্গে হয়েছে অবশ্যই আশা করবো যে যাতে নিজের পারফরম্যান্সটা ধরে রাখতে পারি। যদি দলে সুযোগ পাই তাহলে নিজের শতভাগ যেন দিতে পারি।’

দল হিসেবে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করে সোহান বলেছেন, ‘বাংলাদেশের ড্রেসিং রুম আমার কাছে মনে খুব ভালো একটা পরিবেশ এখন রয়েছে। আমরা যদি ১৫ কিংবা ২০ যে কয়জনই থাকি, তারপরও যারা ১১ জন খেলছে সবাই মন থেকে চায় মাঠে যেন ভালো করে এবং সবাই সবাইকে খুব হেল্প এবং সাপোর্ট করে। যেটা একটা দল হিসেবে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ।’

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজ দুটিতে দারুণ আধিপত্য দেখিয়ে জিতেছে বাংলাদেশ। দুটি সিরিজেই উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন সোহান। তার বিশ্বাস ভালো খেললে ফলাফল বাংলাদেশের পক্ষে আসবেই।

সোহান বলেন, ‘অবশ্যই গত দুইটা সিরিজ আমাদের আলহামদুলিল্লাহ ভালো গেছে। বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দল হিসেবে খেলতে পেরেছি। ভালো রেজাল্ট করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে খেলা। এই সিরিজেও যদি আমরা দল হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো রেজাল্ট হবে।’